নতুন দিল্লি, ২৯ জুন: ভারতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus cases in India) হু হু করে বাড়েছে রবিবার সারাদিনে দেশে নতুন কোভিড রোগী ১৯ হাজার ৪৫৯ জন। মৃত্যু হয়েছে ৩৮০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮। এর মধ্যে এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২১ হাজার ৭২২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ৪৭৫। দেশের মধ্যে করোনায় সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানো মোট রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৬ জন। রবিবার সারাদিনে সেখানে নতুন আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৯৩ জন।
মহারাষ্ট্রে করোনার মৃত্যু মিছিলে শামিল ৭ হাজার ৪২৯ জন। শুধুমাত্রে পুণেতেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মুম্বইতে রবিবার ৮৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশের বাণিজ্য নগরীতে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৩৭১ জন। শুধু মুম্বইতে মোট আক্রান্ত ৭৫ হাজার ৫৩৯ জন। আরও পড়ুন-Arogya Sandesh: করোনার বিরুদ্ধে লড়তে এবার রাজ্য আনছে আরোগ্য সন্দেশ, কোথায় মিলবে জানেন?
380 deaths and 19,459 new #COVID19 cases in last 24 hours. Positive cases in India stand at 5,48,318 including 2,10,120 active cases, 3,21,723 cured/discharged/migrated & 16,475 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/AzEwaXMKoT
— ANI (@ANI) June 29, 2020
এদিকে রবিবার সারাদিনে দিল্লিতে নতুন করে আক্রান্ত হলেন ২ হাজার ৮৮৯ জন। সবমিলিয়ে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত ২ হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে একদিনে সর্বাধিক আক্রান্ত ৬২৪ জন। রবিবার সারাদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গুজরাটে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৯৭। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮০৯। পশ্চিমবঙ্গে একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। সবমিলিয়ে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১৭ হাজার ২৮৩। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩৯-এ। শুধুমাত্র রবিবারেই ১০ জনের মৃত্যু হয়েছে।