Coronavirus Cases in India: দেশে করোনাভাইরাসে আক্রান্ত সাড়ে ৭ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ২৪২
ফাইল ফোটো (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১১ এপ্রিল: দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৯। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৫৩ জন। মৃতের সংখ্যা বেড়ে ২৪২। গত ২৪ ঘণ্টায় ৭৬৮ জনের শরীরে মারণ ভাইরাস পাওয়া গেছে। করোনা আক্রান্তদের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্ত ১,৫৭৪। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৯১১, দিল্লিতে ৯০৩।

এদিকে বাড়ছে লকডাউনের (Lockdown) মেয়াদ। ৩০ এপ্রিল (30th April) পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। দেশজুড়ে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন বাড়ানো জরুরি বলে মনে করেছেন তিনি। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেন। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। বুধবার থেকে কী হবে? লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে, নাকি ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে? এ সব বিষয়কে সামনে রেখেই এ দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে মাস্ক (Mask) পরে থাকতে দেখা যায়। যদিও লকডাউন বাড়ানো নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আরও পড়ুন: Coronavirus Lockdown: ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন, করোনা আক্রান্ত বেড়ে ৯৫; নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদসংস্থা এএনআই-র খবর অনুয়ায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বলেন, "জান হে তো জাঁহা হে। আমি যখন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছি তখন আমি বলেছিলাম যে প্রতিটি নাগরিকের জীবন বাঁচাতে লকডাউন এবং সামাজিক দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ লোকজন এটা বুঝতে পেরে বাড়িতেই ছিলেন।"