ফাইল ফোটো (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১ এপ্রিল: গত ১২ ঘণ্টায় গোটা সারা দেশে নতুন করে ২৪০ জন করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছন। আজ একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬৩৭ জন। এর মধ্যে ১৪৬৬ জনের চিকিৎসা চলছে। ১৩৩ জন সুস্থ হয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সরকারি ভাবে জানানো না হলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৭। কারণ, গতকাল রাতে ও আজ সকালে পশ্চিমবঙ্গে ২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। তার আগে মধ্যপ্রদেশে এক প্রবীণের মৃত্যু হয়।

এদিকে এখন সব থেকে বেশি চিন্তা রয়েছে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের ঘটনা। করোনাভাইরাসের আবহর মধ্যেই তবলিঘি জামাতে (Tablighi Jamaat) মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরেও নিজামুদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে। সমাবেশে যোগ দিয়েছিলেন ২০০০-র বেশি মানুষ। টানা ৩৬ ঘণ্টা অপারেশনে বুধবার সেই বিল্ডিং থেকে ২৩০০- এদের মধ্যে ছ’শোরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হল স্বাস্থ্যপরীক্ষার জন্য। বাকিদের পাঠানো হল কোয়ারান্টাইনে। আরও পড়ুন: Coronavirus In Kolkata:: মৃত্যু হল বেলঘরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির

এদিকে নিজামুদ্দিন থানার এসএইচও মুকেশ বালিয়ার অভিযোগের ভিত্তিতে এই ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই তালিকায় রয়েছে তবলিঘি জামাতের প্রধান মৌলানা সাদের নামও।এরসঙ্গে ডাক্তার জিশান,মুফতি শাহজাদ, মহম্মদ আশরফ, মুর্শলিন সইফি, ইউনিস ও মহম্মদ সলমন নামে ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ যে ভিডিও প্রকাশ করেছেন, সেখানে এই ব্যক্তিদের দেখা গিয়েছে। ভিডিওতে নিজামুদ্দিনের এসএইচও মুকেশ বালিয়াকে ওই ব্যক্তিদের যত দ্রুত সম্ভব মরকজ খালি করতে বলতে শোনা গিয়েছে।