COVID-19 Tally In India: বুধবার ১৯ লাখের কোঠা ছাড়িয়ে গেল ভারতের করোনা রোগীর সংখ্যা, মৃত্যু মিছিলে শামিল ৩৯,৭৯৫
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ আগস্ট: ৫২ হাজার ৫০৯ জন নতুন করোনা আক্রান্তকে (COVID-19 Tally In India) নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী মঙ্গলবার সারা দিনে দেশে করোনার বলি ৮৫৭ জন। হেলথ বুলেটিনে ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ১৯ লক্ষ ৮ হাজার ২৫৫ জন। যেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৭৯৫। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪ জন। অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৮২ হাজার ২১৬ জন। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির বিচারে ভারতে মারণ ভাইরাসে মৃত্যুর হার সর্বনিম্ন ২.০৯ শতাংশ। সেখানে সুস্থতার হার ৬৬.৩ শতাংশ।

আইসিএমআর জানিয়েছে, ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত দেশে ২ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৪০২টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধুমাত্র ৪ তারিখেই ৬ লক্ষ ১৯ হাজার ৬৫২টি নমুনার করোনা টেস্ট হয়। ৪ লক্ষ ৫৭ হাজার ৯৫৬ জন আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬০ জন। মৃত্যু মিছিলে শামিল ১৬ হাজার ১৪২ জন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে শুধু গতকালই মারা গিয়েছেন ৩০০ জন। মঙ্গলবার সারা দিনে কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৫৯ জন। সংখ্যার নিরিখে একদিনে নতুন করোনা রোগী কর্ণাটকে এর আগে হয়নি। গতকাল সেখানে করোনার বলি ১১০ জন। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৮৩০ জন। মৃত্যু মিছিলে শামিল ২ হাজার ৭০৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৭৩ হাজার ৮৪৬ জন। আরও পড়ুন-Shiv Sena: রাম মন্দিরের ভূমি পুজোয় আমন্ত্রিত নয় বাবরি মসজিদ ধ্বংসের মূল কারিগর শিবসেনা, সামনা’য় প্রকাশিত বিতর্কিত বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন বলেন, মহামারীর সঙ্গে যুদ্ধে অন্যান্য দেশগুলি যে আশার আলো দেখাচ্ছে তার নিরিখে ভারতে টেস্ট সংখ্যা খুবই কম। এই মুহূর্তে করোনাভাইরাসকে রুখতে দেশবাসীর লালরসের পরীক্ষায় এগিয়ে রয়েছে জার্মানি, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রও।