(Photo Credits: IANS)

লখনউ, ১৫ মার্চ: তাবিজ পরলেই দূরে চলে যাবে করোনাভাইরাস (coronavirus)। দাম মাত্র ১১ টাকা। নিজের দোকানের বাইরে বোর্ড ঝুলিয়ে তাবিজ বিক্রি করছিল এক ভুয়ো গডম্যান (Fake Godman)। খবর পেয়ে আজ পুলিশ সেই গডম্যানকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের। পুলিশের তরফে জানানো হয়েছে,আহমেদ সিদ্দিকী (Ahmad Siddiqui) নামের ওই ব্যক্তি ডালিগঞ্জ এলাকায় দোকানের বাইরে একটি বোর্ড ঝুলিয়েছিল। মারণ করোনাভাইরাসের প্রতিকার তার কাছে আছে, বোর্ডে লিখে এমনই দাবি করে সে। বোর্ডে লেখা ছিল, যারা মাস্ক পরতে পারেনি তারা করোনাভাইরাসকে দূরে রাখতে তাবিজ ব্যবহার করতে পারে।

স্থানীয় প্রধান মেডিকেল অফিসারে কাছে নানাভাবে এই ভুয়ো গডম্যান ও তার কীর্তির খবর আসছিল। এরপর মেডিকেল অফিসার পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ গিয়ে ওই গডম্যানকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) বিকাশ চন্দ্র ত্রিপাঠি জানান যে অভিযুক্ত নিজেকে 'করোনাওয়ালা বাবা' (Corona wale baba) বলে ডাকে এবং নিরীহ লোকদের ঠকায়। আরও পড়ুন: Coronavirus Jolts Terror Group ISIS: করোনাভাইরাস নিয়ে জঙ্গিদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা জারি সন্ত্রাসবাদী সংগঠন ISIS-র

লখনউতে এখনও পর্যন্ত দু'জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত। ১১ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাঁদের নমুন পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।