Odisha Coromandel Express Accident: ওড়িশায় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিয়ো
Photo Credits: Youtube

বালাসোর: ওড়িশার (Odisha) বালাসোরের (Balasore) বাহানাগা বাজার স্টেশনের (Bahanaga Station) কাছে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার (accident) কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)।

ট্রেনটির একাধিক কামরা লাইনচ্যুত (several bogies derailed)  হয়েছ বলে খবর পাওয়া গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। আরও পড়ুন: Rajasthan: ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তি ফিরলেন বাড়িতে, জীবনের ৩ দশক কোথায় কাটালেন বৃদ্ধ?

দেখুন ভিডিয়ো: