আলওয়ার, ২ জুনঃ ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তি আচমকাই ফিরলেন নিজের বাড়িতে। নিজের পরিবারের কাছে। রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা গ্রামে। তিন দশক পরে বৃদ্ধকে বাড়ি ফিরে আসতে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না তাঁর পরিবারের কেউই।
জানা গিয়েছে, দিল্লির (Delhi) খারি বাওলিতে কাজ করতেন রাজস্থান আলওয়ারা নিবাসী হনুমান সাইনি। ১৯৮৯ সালে হঠাৎই একদিন দিল্লি থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। বহু দিন যাবত তাঁর খোঁজ চালিয়েছে পরিবার। কিন্তু কোন খোঁজ খবর পায়নি তাঁরা। অবশেষে গত বছর বাবাকে খুঁজে পাওয়ার সমস্ত আশা ছেড়ে দেয় তাঁর পাঁচ সন্তান। তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে তাঁর। বাবার শেষকৃত্য সম্পন্ন করেন তাঁরা। এবং হনুমান সাইনির মৃত্যু প্রমাণপত্র বের করিয়ে নেয় তাঁর পরিবার। এমন সময়ে গত ৩০ মে দীর্ঘ ৩৩ বছর পর হঠাৎই ঘরে ফেরেন ৭৫ বছরের ওই নিখোঁজ ব্যক্তি। আলওয়ার জেলার অন্তর্গত বানসুর গ্রামে তিন দশক পর বৃদ্ধ নিজের বাড়িতে ফেরায় হৈচৈ পরে গিয়েছে গোটা গ্রামে। পাড়া প্রতিবেশী এমনকি আশেপাশের গ্রাম থেকে দলে দলে লোক নিজের চোখে এমন আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হতে আসছেন।
এখন প্রশ্ন এতো গুলো বছর কোথায় ছিলেন বৃদ্ধ?
ওই বৃদ্ধের দাবি, জীবনের ৩৩টা বছর তিনি কাটিয়েছেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ঈশ্বর আরাধনা করে। হিমাচল প্রদেশের কোঙরা মাতা মন্দিরে ঈশ্বর সাধনায় ধ্যান করতেন তিনি। ভগবানই নাকি তাঁকে বাড়ি ফিরে আসার নির্দেশ দেন। ঈশ্বরের আদেশ মেনে তিনি ফিরেছেন বাড়িতে।