কুলগাম, ১৪ অগাস্ট: জঙ্গিদের গ্রেনেড হামলায় (Grenade Attack) নিহত হলেন জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu And Kashmir Police) এক কর্মী। শনিবার কুলগাম জেলার কাইমোহ এলাকায় জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। নিহত পুলিশ কর্মীর নাম তাহির খান (Tahir Khan), তিনি পুঞ্চের বাসিন্দা। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গতকাল রাতে কুলগামের কাইমোহ এলাকায় একটি গ্রেনেড হামলায় খবর পাওয়া য়ায়। এই ঘটনায় তাহির খান নামে একজন পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তাঁকে চিকিৎসার জন্য অনন্তনাগের জিএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তিনি মারা যান।
শনিবার, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় একজন সিআরপিএফ জওয়ান আহত হন। শুক্রবার অনন্তনাগের বিজবেহরা এলাকায় টহলদারি পুলিশ এবং সিআরপিএফের উপর হামলা চালায় জঙ্গিরা। যার জেরে এক পুলিশ কর্মীর আহত হওয়ার খবর মেলে। হামলার পরপর গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু হয়। আরও পড়ুন: Karnataka Horror: ভরা আদালত চত্বরের মধ্য়েই স্ত্রীর গলা কেটে হত্যা ব্যক্তির! সন্তানকেও হত্যার চেষ্টা
A grenade incident was reported yesterday night in Qaimoh #Kulgam. In this #terror incident, 01 police personnel namely Tahir Khan R/O Mendhar, Poonch got injured. He was shifted to GMC hospital #Anantnag for treatment where he succumbed & attained #martyrdom.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 14, 2022
ওইদিনই বান্দিপোরার (Bandipora) সোদনারা সুম্বলে এলাকায় এক পরিযায়ী শ্রমিককে গুলি কর হত্যা করে জঙ্গিরা। নিহত মহম্মদ আমরেজ বিহারের বাসিন্দা। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিহারের মাধেপুরা জেলার বেসারের বাসিন্দা আমরেজকে গুলি করে জঙ্গিরা।