প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি; কর্ণাটকে মসনদে ফিরতে বড় ঘোষণা কংগ্রেসের। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে প্রতিটি বাড়ি থেকে একজন মহিলাকে মাসে দু হাজার টাকা করে বিশেষ ভাতা দেবে। বাড়ির সবচেয়ে বেশী বয়স্ক মহিলা পাবেন সেই ভাতার টাকা। পাশাপাশি কর্ণাটকে বিপিএল কার্ড থাকা প্রত্যেককে দেওয়া হবে বিনামূল্যে ১০ কেজি চাল।

এখানেই শেষ নয়, বিনামূল্যে কর্ণাটকে প্রত্যেক বাড়িতে ২০০ ইউনিট বিদ্যুত দেওয়ার কথাও ঘোষণা করল হাত শিবির। কর্ণাটক কংগ্রেস সভাপতি ডিকে শিবাকুমার এই ঘোষণা করলেন। এর আগেও বিধানসভা নির্বাচনের আগে দু দফায় কংগ্রেস বড় প্রতিশ্রুতির ঘোষণা করেছিল। আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত ত্রুটি, জরুরি অবতরণ করা হল তিরুবনন্তপুরমে

দেখুন টুইট

চলতি বছর ২৪ মে শেষ হচ্ছে কর্ণাটক বিধানসভার মেয়াদ। ফলে এপ্রিলের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। মার্চের শুরুতেই হতে পারে ভোটের দিন ঘোষণা। রাজ্যের মোট ২২৪টি বিধানসভা আসনে ভোট হবে। দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত এই রাজ্যে বিরোধী দল কংগ্রেস এখন ভাল জায়গায়।