Priyanka Gandhi Vadra (Photo Credits: ANI)

লখনউ, ১৯ অক্টোবর: আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Electins 2022)। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট হল সেমিফাইনাল। যোগী রাজ্যে বিজেপি ক্ষমতা হারালে, দু বছর পর লোকসভা ভোটে বড় সমস্যায় পড়বে। বিজেপি-র মত এই ইউপি নির্বাচন কংগ্রেসের কাছেও অগ্নিপরীক্ষা। উত্তরপ্রদেশে বলার মত আসন না পেলে ২০২৪ লোকসভা নির্বাচনে একা লড়ার ক্ষমতা হারাবে কংগ্রেস। এমন একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে কংগ্রেসের মুখ হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। ইউপি নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা ঘোষণা করলেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ৪০% আসনে মহিলা প্রার্থীদের টিকিট দেবে দল।

এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ২০১৯ লোকসভা নির্বাচনের মতই আসন্ন বিধানভা নির্বাচনেও কংগ্রেস একাই লড়বে।  যাতে টিকিট বণ্টন নিয়ে দলীয় কর্মীদের মধ্যে কোনও অসন্তোষ না থাকে, তাই আবেদনপত্র ডেকে প্রেজেন্টেশন খতিয়ে দেখে তবে প্রার্থী ঠিক করা হবে। আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখন্ডে মৃত ১৭, বিপর্যস্ত রামগড়ে ভয়াবহ অবস্থা, আটকে বহু মানুষ

উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের একদিকে লক্ষ্য বিজেপি রাজ্যে ক্ষমতা থেকে সরানো আর অন্তত ৫০টা বিধানসভা আসনে জয় নিশ্চিত করা। ২০১৭ বিধানসভায় উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র ৭টি আসনে, যেখানে বিজেপি ৩১২টি আসনে জিতে রাজ্যের মসনদে বসে। ইউপি-র প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি জিতেছিল ৪৭টি আসন। সে সময় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিই রাজ্যের ক্ষমতায় ছিল।