নতুন দিল্লি, ২৫ জুন: আর মেঘের আড়াল থেকে নয়, এবার লোকসভায় একবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনিই কংগ্রেসের প্রধান মুখ হলেও এর আগে যেটা রাহুল করেননি সেটাই করবেন। দেশের বিরোধী রাজনীতির সিংহাসনে বসলেন রাগা। মঙ্গলবার রাতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী-র নাম ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। ২০১৪ ও ২০১৯ লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা না থাকায় সরকারীভাবে লোকসভায় বিরোধী দলনেতা ছিল না।
এর আগে ২০০৪ থেকে চারবার সাংসদ হলেও কখনও লোকসভায় সামনের সারিতে আসেননি রাহুল। কেন্দ্রীয় মন্ত্রী হননি, বিরোধী দলনেতাও হননি রাজীব-সোনিয়া তনয়। কিন্তু এবার রায়বারেলি ও ওয়ানেড় থেকে বড় ব্যবধানে জয়, আর অপ্রত্যাশিতভাবে কংগ্রেসের ৯৯টি লোকসভা আসনে জয়ের পর রাহুলকে লোকসভার গুরুত্বপূর্ণ আসনে বসাল কংগ্রেস। ইন্ডিয়া জোটের বাকিদলগুলো রাহুলকেই সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন জানান। আরও পড়ুন-হাতে সংবিধান নিয়ে রাহুল গান্ধী শপথ নিতে হাজির হতেই বিজেপির 'জয় শ্রীরাম' স্লোগান, দেখুন ভিডিয়ো
এবার লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে আরও বেশী করে মোদী সরকারকে আক্রমণ ও প্রশ্ন করার সুযোগব পাবেন রায়বারেলির সাংসদ। গত পাঁচ বছরে মোদী সরকারকে লোকসভায় বিভিন্নভাবে প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করেন রাহুল। কিন্তু ৩০৩ আসনে জেতা মোদীকে সংখ্যার অভাবে রাহুল লোকসভা সেভাবে কিছুই করতে পারেননি। কিন্তু এবার বিষয়টি পুরোপুরি অন্যরকম। রাহুলের হয়ে লোকসভায় গলা ফাটানোর জন্য কংগ্রেসের ১০২ জন সাংসদ (তিন নির্দল সহ) সহ ইন্ডিয়া জোটের ২৩৭ জন সাংসদ থাকছেন। এতে লোকসভায় বিজেপি-কে বিভিন্ন ইস্যুতে ঘিরে ধরার সুযোগ পাবে বিরোধীরা। সেই কারণে সুবক্তা রাহুলকেই মুখ করে লোকসভায় মোদী-র বিরুদ্ধে লড়বে ইন্ডিয়া জোট।
গত পাঁচ বছরে কার্যত সাইনবোর্ড বনে যাওয়া কংগ্রেসকে বাঁচিয়ে লড়ার মত জায়গায় এনেছেন রাহুল। রাজনৈতিক দিক থেকে আগের অনেক বেশী পরিপক্ক, রাজনীতির অঙ্ক আগের চেয়ে অনেকটা ভাল মেলাতে শেখা রাহুলের সামনে এবার বড় পরীক্ষা। এবার আর বিদেশে ছুটি কাটাতে যাওয়া নয়, পূর্ণ সময়ের জন্য রাজনীতিবিদ থাকতে হবে রাগা-কে। তবে নজির গড়ে ভারত জোড় যাত্রার পর রাহুলকে এখন গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াও। বিজেপি নেতারাও আড়ালে স্বীকার করছেন, রাহুল পরীক্ষায় পাশ করেছেন। এবার তাঁকে সিরিয়াস নিতেই হবে।