কলকাতা, ১ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী (সদ্য প্রাক্তন) হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারির পর বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ( Jairam Ramesh )। কংগ্রেস নেতা বলেন, হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিশোধস্পৃহা থেকে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেনস্থা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেমন্তের গ্রেফতারি বলে অভিযোগ করেন রমেশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুই ভাই, ইডি এবং সিবিআই। এ কথা এর আগে বহুবার বলেছেন, আর এখনও বলছেন। বিরোধীদের সমস্যায় ফেলতেই এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন জয়রাম রমেশ।
দেখুন ট্য়ুইট...
#WATCH | Murshidabad, West Bengal: On Hemant Soren's arrest by the ED, Congress MP Jairam Ramesh says, "This is PM Narendra Modi and Amit Shah's politics of harassment and revenge. We have time and again reiterated that ED and CBI are the brothers of PM Modi, and he is… pic.twitter.com/K5Ggi370XT
— ANI (@ANI) February 1, 2024
পাশাপাশি তিনি আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে যখন বিজেপি পরাজিত হবে, তখন ইডি, সিবিআই তাদের বিরুদ্ধে কাজে লাগানো হবে বলেও কার্যত সুর চড়ান জয়রাম রমেশ।
বুধবার প্রায় গোটা দিন ধরে জিজ্ঞাসাবাদের পর জেএমএম নেতা হেমন্ত সোরেনকে গ্রফতার করা হয়। যা নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।