নতুন দিল্লি, ১৯ জুন: শুক্রবার ৫০ বছর বয়স পূর্ণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সকাল সকাল দেশের রাজনৈতিক মহল থেকে এসেছে জন্মদিনের (Birthday Wishes) শুভেচ্ছা বার্তা। কিন্তু করোনভাইরাস ও গালওয়ানের পরিস্থিতিতে ২০ জন সেনার শহিদ হওয়ার কারণে জন্মদিনের কোনও অনুষ্ঠান করবেন না বলেই জানান তিনি। কংগ্রেসের তরফেও তা জানানো হয়।
কংগ্রেসের (Congress) সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, দলীয় কর্মীদেরও রাহুল গান্ধীর জন্মদিন পালন করতে বারণ করে দেন। তবে এদিন তাঁদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। লাদাখে (Ladakh) নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশে ২ মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সেই সঙ্গে দেশে যাঁরা দরিদ্র মানুষ, তাঁদের মধ্যে করোনা থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় উপকরণ ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট বিতরণ করার হবে জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরা এই কিট প্রদান করবেন। তাছাড়া বিতরণ করা হবে খাবারও। রাহুলের তরফেই এই সাহায্য পৌঁছে দেওয়া হবে। আরও পড়ুন, দেশে একদিনে করোনায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬, চিন্তা কমাচ্ছে সুস্থতার হার
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে, প্রতিটি জেলা এবং ব্লকে ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করে এবং করোনা পরিস্থিতিতে খাবার ও সুরক্ষা সরঞ্জাম বিলি করে রাহুল গান্ধীর জন্মদিনটি পালন করা হবে। মহারাষ্ট্রের যুব কংগ্রেস নেতা কর্মীরা ‘সার্ভিস উইক’ পালন করা শুরু করলেন শুক্রবার থেকে। চলবে ১ সপ্তাহ ধরে।