Rahul Gandhi (Photo Credit:X)

নয়া দিল্লি, ২৮ সেপ্টেম্বর:  ১০ বছর পর হরিয়ানায় বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় আসার জন্য মরিয়া প্রচার করছে। আর এরই মাঝে হরিয়ানার ভোটারদের জন্য বড়় ঘোষণা করল কংগ্রেস। সরকার গড়তে পারলে হরিয়ানাবাসীর স্বপ্নপূরণের জন্য এক ডজন গ্যারান্টির কথা ঘোষণা করলেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানাবাসীর জন্য কংগ্রেসের এক ডজন প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় পাঁচটি ঘোষণা হল- ১) রাজ্যের প্রতিটি মহিলাদের জন্য মাসে ২ হাজার টাকা, ২) দু'লক্ষ স্থায়ী চাকরী, ৩) ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার,৪) বয়স্ক মানুষ, বিধবা এবং প্রতিবন্ধী মানুষদের ৬ হাজার টাকার বিশেষ ভাতা, ৫) ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিতসা।

এ ছাড়াও রাজ্যের প্রতিটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতও হরিয়ানায় ক্ষমতায় এলে রাজ্যবাসীকে দেবে কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেসের প্রতিশ্রতি পত্রে থাকল গরীবদের ১০০ গজ প্লট, সাড়ে ৩ লক্ষ টাকায় বাড়ি, জাতি গণনার কথা। ড্রাগ ফ্রি হরিয়ানা, কৃষকদের এমএসপি-র গ্যারান্টি, চারার ক্ষতিপূর, ওপিএস ফেরত আনার কথাও বলেছে কংগ্রেস।

হরিয়ানায় কংগ্রেসের এক ডজন প্রতিশ্রুতি নিয়ে রাহুল গান্ধীর টুইট

৯০ আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচনে অধিকাংশ নির্বাচনী বিশ্লেষকই কংগ্রেসকে এগিয়ে রাখছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ১০টা আসনের ১০টাতেই বিজেপি জিতেছিল। কিন্তু তার কয়েক মাস পরেই হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হয়। এবার সেখানে ২০২৪ লোকসভায় হরিয়ানায় ১০টি আসনের মধ্যে ৫টি-তে জিতেছে বিজেপি, আর বাকি পাঁচটিতে কংগ্রেস। জাঠ, দলিতদের মধ্যে কংগ্রেসের ভোট ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ভোটার, মহিলাদের মধ্যেও হরিয়ানায় কংগ্রেসকে নিয়েই উন্মাদনা বেশী দেখা যাচ্ছে।