Narendra Modi: 'টুকরে টুকরে গ্যাঙের নেতা কংগ্রেস', লোকসভায় তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি,  ৭ ফেব্রুয়ারি:  লোকসভায় (Loksabha) দাঁড়িয়ে সোমবার কংগ্রেসকে (Congress) তীব্রভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইংরেজরা চলে গিয়েছে কিন্তু দেশকে বিভক্ত করার তাদের সেই মন্ত্র এখনও বর্তমান। লোকসভায় আজ 'মোশন অফ থ্যাঙ্কস'-এর সময় কংগ্রেসের রাহুল গান্ধীসহ বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেলেও, কংগ্রেসের দেশভাগের নীতি এখনও বর্তমানে। সেই কারণেই কংগ্রেসকে (রাহুল গান্ধীকে নিশানা করে)  'টুকরে টুকরে গ্যাঙের' নেতা বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসকে নিশানা করে মোদী আরও বলেন, এতবার হারের পরও নিজেদের ভুল শুধরে নেয়নি কংগ্রেস। এমনকী, যাঁরা বড় বাড়িতে বা রাজপ্রাসাদে জন্মেছেন, তাঁরা কখনও সাধারণ মানুষের দুঃখকষ্ট কিংবা কৃষকদের দুঃখকষ্টও বুঝবেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এমনকী কংগ্রেসকে নিজেদের মূল থেকে বিচ্ছিন্ন বলেও আক্রমণ করেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:  Jammu And Kashmir: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, আওয়ান্তিপুরায় জঙ্গি নিধনের পর এলোপাথাড়ি গুলি গান্ডেরওয়ালে

পাশাপাশি যাঁরা 'মেক ইন ইন্ডিয়া' নিয়ে আক্রমণ করেন, কটাক্ষ করেন, তাঁরাই বর্তমানে সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছেন বলেও কংগ্রেসকে একহাত নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এ পর্যন্ত কংগ্রেস 'গরীবি হটাও' বলে স্লোগান তুলে নির্বাচন জিতেছে। কিন্তু 'গরীবি হটাও' বলে স্লোগান দিলেও, দেশ থেকে গরীবি কংগ্রেস নির্মূল করতে ব্যর্থ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

করোনা (Corona) যখন মহামারীর (Pandemic) রূপ নেয়, তখনও রাজনীতি চালিয়ে যাচ্ছে কংগ্রেস। নিজেদের সমস্ত সীমা কংগ্রেস ছাড়িয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।