নতুন দিল্লি, ১ মে: প্রিয়াঙ্কা গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালদের পর এবার যন্তরমন্তরে সাক্ষী মালিকদের প্রতিবাদ মঞ্চে হাজির পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা দেশের প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধু। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন দেশের সাত কুস্তিগির। ব্রিজ ভূষণের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মত অলিম্পিক পদকজয়ী কুস্তিগিররা।
সাক্ষীদের পাশে দাঁড়িয়ে সিধু বললেন, " দেশের প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবে এটা দেখে খারাপ লাগছে যে আমাদের অ্যাথলিটদের এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, যৌন হেনস্থার মত গুরুতর অভিযোগে।" আইওসি প্রধান পিটি ঊষা কুস্তিগিরদের এই আন্দোলনে কটাক্ষ করলেও, অভিনব বিন্দ্রা থেকে নীরজ চোপড়া, হরভজন সিং থেকে সানিয়া মির্জা, বাইচুং ভুটিয়ার মত দেশের তারকা ক্রীড়াবিদরা সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়েছেন। আরও পড়ুন-দুরন্ত সেঞ্চুরি যশ্বসী জয়সওয়ালের, চলতি আইপিএলের তৃতীয় তিন অঙ্কের রান
দেখুন ভিডিয়ো
Congress leader @sherryontopp visits Jantar Mantar to extend support to the wrestlers protesting against WFI President Brij Bhushan Sharan Singh. pic.twitter.com/rKD85imO59
— Press Trust of India (@PTI_News) May 1, 2023
ক দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে রাজনীতির ময়দানে নেমেছেন সিধু। তবে কংগ্রেস এখনও তাঁকে সেভাবে কাজে লাগাইনি। গত বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধুর নেতৃত্বে লড়ে ভরাডুবি হয়েছিল হাক শিবিরের।