প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল কুস্তিগীর বিনেশ ফোগাতের (Vinesh Phogat)। দেশে ফিরে রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জুলানা আসন (Julana Assembly constituency) থেকে লড়বেন বিনেশ। আর বিজেপির দাবি বিনেশ সেখান থেকে নিশ্চিতভাবেই হারবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নবাব সিং সাইনি বলেছেন, বিনেশ যে হারবেন সেটা নিয়ে তার সন্দেহ নেই। এই বিষয় নিয়ে মুখ খুললেন বিনেশের মতই কংগ্রেসে যোগ দেওয়া অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া।
কংগ্রেস নেতা তথা অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং বললেন, " বিনেশকে হারানো যদি সহজই হবে, তাহলে নিরাপদ আসন না খুঁজে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি নিজেই কেন জুলানা থেকে লড়লেন না। এখনও সময় আছে, উনি তো রাজ্যের প্রধান পদে আছে, উনি চাইলেই যেখানে খুশি দাঁড়াতে পারেন।" ঘুরিয়ে মুখ্যমন্ত্রী নায়েব সিং-কে বিনেশের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন বজরং। আরও পড়ুন-দুর্ঘটনার কবলে মগধ এক্সপ্রেস, কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গেল ৯টি বগি
জুলানা থেকে বিনেশ ফোগাতের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে লড়ার চ্যালেঞ্জ পুনিয়ার
#WATCH | Delhi: Congress leader and wrestler says, "(If defeating Vinesh Phogat is easy) Then why is Nayab Singh Saini searching for a safe seat for himself? If he thinks that anyone can defeat Vinesh Phogat, then ask him to contest from Julana... He is welcome to… pic.twitter.com/vAXBqrucSb
— ANI (@ANI) September 8, 2024
আসলে মনোহর লাল খট্টার-কে সরিয়ে সেই সময় সাংসদ থাকা নায়াব সিং-কে মুখ্যমন্ত্রী করার পর তাঁকে কার্নেল বিধানসভা উপনির্বাচনে জিতিয়ে এনেছিল বিজেপি। তবে এবার কার্নেল থেকে প্রার্থী করা হয়েছে মনোহর লাল খট্টার-কে। মুখ্যমন্ত্রী নায়াব-কে এবার লাডওয়া আসনে প্রার্থী করেছে বিজেপি। যে আসনে গতবার ১২ হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মেওয়া সিং। আবার বিনেশের দাঁড়ানো কেন্দ্র জুলানায় গতবার বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী মাত্র ১২ হাজার ভোট পেয়ে জামানত জব্দ হয়েছিল। ১৯ বছর ধরে এই আসনে কংগ্রেস জিততে পারেনি। গতবার এই আসনে জিতেছিলেন জেজেপি-র অমরজিত ধান্দা। এবারও তিনি প্রার্থী হয়েছেন।