দুর্ঘটনার কবলে নয়াদিল্লি থেকে বিহারগামী মগধ এক্সপ্রেস (Magadh Express)। আজ সকাল ১১টা নগাদ বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে চলন্ত অবস্থায় মগধ এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে ট্রেনের বগিগুলি আলাদা হয়ে যায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানান- সকাল ১১টা ৮ মিনিটে ট্রেনটি যখন বক্সার জেলায় ঢোকে, সেই সময় তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনেরর পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়।
Bihar: Islampur-bound #MagadhExpress ( Train no 20802) was split into two parts today when the coupling of the train was broken near Raghunathpur station in Buxar district. Chief Public Relations Officer of East Central Railway Saraswati Chandra said the incident occurred on the…
— All India Radio News (@airnewsalerts) September 8, 2024
ডুমরাঁর ডিএসপি আফাক আখতার আনসারি বলেন, "কাপিংয়ের কারণে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যাত্রীরা সবাই নিরাপদ। কেন কাপলিং ভেঙেছে তা তদন্তের বিষয়।"খবর পেয়েই ঘটনাস্থলে রেলের বিশেষজ্ঞ দল এবং ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। তাঁরা মেরামত করে ট্রেনটিকে দ্রুত রওনা করার ব্যবস্থা করছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।
#WATCH | Bihar: The coupling of the Islampur-bound Magadh Express broke near Raghunathpur station in Buxar district today, splitting it into two parts.
Dumraon DSP Afaq Akhtar Ansari says, "The train split into two parts due to the coupling. All passengers are safe. It is a… pic.twitter.com/UyLZXwvo9q
— ANI (@ANI) September 8, 2024