Photo Credits: ANI

নয়াদিল্লি: আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস প্রার্থী (Congress candidates list) কারা হবেন তার তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে (released soon)। শনিবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (Central Election Committee) বৈঠকে (meeting) যোগ দিয়েছিলেন বহরমপুরের সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা। আরও পড়ুন: Monu Manesar: খুনের চেষ্টার অভিযোগে গোরক্ষক মনু মানেসরের ৪ দিনের পুলিশ হেফাজত

ওই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress leader Adir Chowdhury) বলেন, ২০২৩ সালের মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে (Madhya Pradesh Assembly elections 2023) কংগ্রেসের প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আরও পড়ুন: Rajnath Singh On Sikkim Floods: সিকিমের বন্যা নিয়ে টুইট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর, সেনা ও নাগরিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ

দেখুন ভিডিয়ো: