Rahul Gandhi Interacts Affected Family in Poonch After Cross Border Shelling by Pakistan (Photo Credits: X)

Congress: ভোটার তালিকায় গরমিল, অনিয়ম, জাল ভোট নিয়ে রাহুল গান্ধীর বোমা ফাটানোর পর সুর চড়াতে চাইছে কংগ্রেস। নির্বাচন কমিশনের সঙ্গে ভোটে স্বচ্ছতা আনার দাবিতে সংঘাতে যেতে কোমর বাঁধছে কংগ্রেস। রাহুল গান্ধী কমিশন ও বিজেপির আঁতাত ও ভোট চুরির অভিযোগ তুলে ওয়েবসাইট ও মিসড কল পরিষেবা চালু করেছেন। রাহুলের দাবি ২০ লক্ষের কাছাকাছি মানুষ এরই মধ্যে ভোট চুরি নিয়ে ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে ও মিসড কল দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এই ইস্য়ুতে এদিন কংগ্রেসে শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে। বৈঠকে ঠিক হয় ২০২৪ লোকসভা নির্বাচনে কম ব্যবধানে দেশের যে ৪৮টি লোকসভা আসনে হেরেছিল, সেখানে কত বড় ভোটে গরমিল হয়েছে, তার প্রমাণ দফায় দফায় সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন রাহুল গান্ধী ও দলের শীর্ষ নেতারা।

উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে "INDIA'জোটের বৈঠক সোমবার

এদিকে, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে আগামী সোমবার, ১৮ অগাস্ট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে এই বিষয়ে ইন্ডিয়া জোটের দলগুলির নেতৃত্বের সঙ্গে সঙ্গে কথা বলবেন। আপ, তৃণমূল কংগ্রেসও থাকতে চলেছে ইন্ডিয়া জোটের এই বৈঠকে। ২২ অগাস্ট উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। ইন্ডিয়া জোট সর্বসম্মতিক্রমে প্রার্থী দিতে চলেছে।

দেখুন খবরটি

ভোটে হার নিশ্চিত জেনেও বিজেপিকে জমি ছাড়তে নারাজ ইন্ডিয়া। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন ও ফল ঘোষণা। জগদীপ ধনখড়ের রহস্যজনক পদত্যাগের পর উপরাষ্ট্রপতি আসনটি খালি হয়েছে। এদিকে, বিহারের পর এবার অন্ধ্র প্রদেশ থেকে ভোটে অনিয়মের বেশ কিছু ঘটনা সামনে আসছে।