কর্ণাটকে সরকার গঠনের পরপরই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জন খাড়গে(MallikarjunKharge)। তিনি জানান, যখনই প্রধানমন্ত্রী জাপানে সফর করেন তখনই তিনি দেশের মধ্যে নোটবন্দি করে দেন।
সম্প্রতি দুহাজার টাকার নোটের ওপরনিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। আগামী সেপ্টেমবর মাস পর্যন্ত চালানো যাবে এই দু হাজার টাকার নোট। তার পরে তা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank Of India)। নোটগুলি একে একে জমা করা কথাও বলা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার সমস্যার মুখে পড়বে দেশের বহু মানুষ।
২০১৬ সালে নোটবন্দির পর যে পরিমাণ ক্ষতি সাধারণ মানুষের হয়েছে সেই স্মৃতি এখনও দগদগে। তার ওপর আবার দুহাজারের নোট তুলে নেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই।
#Congress President #MallikarjunKharge alleged that whenever PM #NarendraModi travels to #Japan, he imposes a currency ban in India.
Kharge made the remarks while addressing the swearing in ceremony of the new Congress govt of #Karnataka in Bengaluru.
Photo: File pic.twitter.com/XcU2EmnOal
— IANS (@ians_india) May 20, 2023