Bihar Elections 2025: বিহারে ভোটে জিততে হলে মহিলাদের ভোটব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলা হচ্ছে, বিহারে ক্ষমতা কে বসবে তা ঠিক হয়ে যাবে মহিলাদের ভোটেই। এই কথা বুঝতে পেরে শাসক জোট 'এনডিএ' (NDA) ও বিরোধী জোট 'মহাগঠবন্ধন'(Mahagathbandhan) দুই পক্ষই মহিলা ভোটারদের খুশি করার চেষ্টায়। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়াই মহাগঠবন্ধন (কংগ্রেস+আরজেডি+বাম দল+বিকাশশীল উন্নয়ন) জোট 'মাই বাহিন মান যোজনা'(মা-বোনের মান) নামে একটি প্রকল্পের ঘোষণা করল।
মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে তেজস্বী যাদবের বিরোধী জোট
কংগ্রেস, আরজেডি-দের জোট ঘোষণা করল, তারা বিহারে ক্ষমতায় এলে রাজ্যর সব মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেবে। আগামী মঙ্গলবার বিহারে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে মহাগঠবন্ধন। পটনায় বিরোধী জোটের নির্বাচনী ইস্তাহার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে থাকতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার আগেই মহিলাদের ভাতার ঘোষণা করল বিরোধী জোট। আগামী মঙ্গলবার বিহারে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে মহাগঠবন্ধন। পটনায় বিরোধী জোটের নির্বাচনী ইস্তাহার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে থাকতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
দেখুন মহিলা ভাতা নিয়ে বিরোধী জোটের ঘোষণা
महिलाओं को हर महीने 2,500 रुपए
- महागठबंधन की गारंटी
📍 बिहार pic.twitter.com/1azG5dS68Y
— Congress (@INCIndia) October 24, 2025
মহিলা ভাতা নিয়ে দলগুলির মধ্যে ভোটের আগে প্রতিযোগিতা চলছে
নির্বাচনের আগে ভাতার ঘোষণায় আপকে টেক্কা দিয়ে ক মাস আগে দিল্লিতে জিতেছিল বিজেপি। মহারাষ্ট্রেও বিজেপির বড় জয়ের পিছনে মহিলা ভাতা (বাংলার মডেলে তৈরি হওয়া 'লাডলি বেহেনা')-র বড় ভূমিকা ছিল। ভোটের আগে মহিলাদের ভাতা ঘোষণা নিয়ে এখন রীতিমত পাল্লা চলে। কমাস আগে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ভাতা ঘোষণায় একে অপরকে টেক্কা দিচ্ছিল আপ, বিজেপি ও কংগ্রেস।