আলিগড়, ২ সেপ্টেম্বর: এবার সম্প্রীতির (Ganesh Chaturthi 2022) ছবি দেখা গেল উত্তরপ্রদেশে। গণেশ চতুর্থী উপলক্ষে আলিগড়ের এক মুসলিম মহিলা সাতদিনের গণেশ উৎসব পালন করবেন। তাই বাড়িতে আনলেন গণেশের মূর্তি। রোরাওয়ার থানার আদা কলোনির বাসিন্দা রুবি আসিফ খান সমস্ত নিয়ম মেনে তাঁর বাড়িতে গণেশ মূর্তিটি স্থাপন করেন। আরও পড়ুন-Supreme Court Rejected Suvendu’s Plea: সুপ্রিম রায়ে নন্দীগ্রাম মামলা রাজ্যেই, শূন্যহাতে ফিরতে হল শুভেন্দুকে
রুবি বলেছেন, তিনি ও তাঁর পরিবার ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মূর্তি বাড়িতে রাখবেন এবং রোজ নিয়ম মেনে পুজো করবেন এবং গণেশকে দেবেন মোদকও। তিনি গণেশর ভক্ত । বাড়িতে গণেশ মূর্তি আনানোর মধ্যে কোনও দোষ দেখছেন না তিনি।
তবে রুবি একা নন, তাঁর গোটা পরিবার সমস্ত উৎসব পালন করে থাকে। তাঁর স্বামী আসিফ খানও এই ধ্যান ধারণায় বিশ্বাস করেন। স্ত্রী-এর বিশ্বাসকে সম্মানও করেন তিনি। তাই তাঁরা সবাই মিলে এই উৎসবে শামিল হয়েছেন।