পটনা, ১৬ অগাস্ট: বিহারে নতুন মন্ত্রিসভা গঠন হয়ে গেল। মঙ্গলবার সকাল ১১টায় পটনায় রাজভবনে নীতীশ কুমারের মহাগঠবন্ধন সরকারের মোট ৩১জন বিধায়ক শপথ নিলেন। বিজেপি-র সঙ্গ ছেড়ে মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী হওয়া নীতীশের মন্ত্রিসভায় দফতর বণ্টন হয়ে গেল। ৩১জনের মন্ত্রিসভায় সংখ্যার বিচারে মহাগঠবন্ধনের সবচেয়ে বড় দল আরজেডি-র মন্ত্রী ১৬জন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাতেই থাকল স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। নীতীশের দলের কাছে থাকল অর্থ দফতরও।
উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নিলেন স্বাস্থ্যমন্ত্রকে। বিহারের অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন নীতীশের দল জেডি (ইউ)-এর বিজয় কুমার চৌধুরী। তেজস্বী যাদবের ভাই তেজ প্রতাপ যাদবকে দেওয়া হল পরিবেশ, বন এবং আবহাওয়া পরিবর্তন দফতর। আরও পড়ুন- মোদীর 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে ৫০০ কোটির ব্যবসা, পতাকা বিক্রি ৩০ কোটি
দেখুন টুইট
#BiharCabinetExpansion | Portfolios allocated - CM Nitish Kumar keeps Home Dept, Deputy CM Tejashwi Yadav gets Health Dept, Vijay Kumar Chaudhary gets Finance Dept. RJD leader Tej Pratap Yadav to be the Minister of Environment, Forest and Climate Change pic.twitter.com/UYpvzwzJgl
— ANI (@ANI) August 16, 2022
বিহার ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী সহ মোট ৩৬জন মন্ত্রী থাকতে পারেন। পরবর্তী সময়ে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ভেবে কিছু মন্ত্রিত্ব ফাঁকা রাখা হল। আগামী ২৪ অগাস্ট বিহার বিধানসভায় আস্থা ভোটে জিততে হবে নীতীশ কুমারকে। এক নির্দল সহ নীতীশের পক্ষে ১৬৪জন বিধায়কের সমর্থন আছে। আরজেডি, জেডিইউ, কংগ্রেস, বাম দল, হাম-কে নিয়ে মহাগঠবন্ধন সরকার গড়া হয়েছে। এদিকে বিহারে সরকার হওয়ার পর রণনীতি ঠিক করতে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অনেকেই মনে করেছেন, মহারাষ্ট্র মডেলে জেডি (ইউ) শিবিরে মহাভাঙন ধরিয়ে নীতীশের সরকার ভাঙার ছক কষছে বিজেপি।২০২০ বিহার বিধানসভায় বিহারের একক বৃহত্তম দল হিসেবে আরজেডি একাই ৭৫টি আসনে জিতেছিল, সেখানে শাসক দল জেডি (ইজ) জিতেছিল মাত্র ৪৩টি-তে।