Nitish Kumar (Photo Credits: ANI)

Bihar Cabinet Portfolio Allocation: পটনা, ৩ ফেব্রুয়ারি: মহাগঠবন্ধন সরকার থেকে বেরিয়ে এসে ফের বিজেপির হাত ধরে বিহারের মনদে বসেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। গত, রবিবার শিবিরের বদল করে রাজ্যের প্রধান হিসেবে পদত্যাগ, তারপর সেদিন বিকেলেই নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। এবার নীতীশের এনডিএ মন্ত্রিসভার দফতর বণ্টন হয়ে গেল। দফতর বণ্টনের পর পরিষ্কার, বিহারের নয়া মন্ত্রিসভায় বিজেপির হাতেই পুরোপুরি রাশ থাকল।

নীতীশ কুমারের কাছে মুখ্যমন্ত্রী মসনদ ছাড়া বলতে গেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকল শুধু থাকল স্বরাষ্ট্র দফতর। বেশীরভাগ গুরুত্বপূর্ণ দফতর গেল বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীর কাছে। বিহার বিজেপির প্রধান তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর কাছে থাকে অর্থ, স্বাস্থ্য,ক্রীড়া দফতর সহ মোট ৯টি দফতর। সেখানে নীতীশের কাছে মাত্র ৫টা দফতর।

দেখুন খবরটি

অপর উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির বড় নেতা বিজয় সিনহার কাছে থাকল কৃষি, সড়ক পরিকাঠামো মন্ত্রক। দফতর বণ্টনেই সাফ নীতীশের মন্ত্রিসভার আসল 'সম্রাট'বিজেপিই।