দিল্লি, ২১ এপ্রিল: রবিবারে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। যে মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে জম্মু কাশ্মীরের রামবান (Ramban) জেলা কার্যত ভেসে যায়। মেঘভাঙা বৃষ্টির জেরে রামবান জেলার রাস্তা ভেসে যায়। সেই সঙ্গে রামবান জেলায় ধ্বস নামে। মেঘভাঙা বৃষ্টির সঙ্গে রামবান জেলায় শিলাবৃষ্টিও শুরু হয়। যার জেরে প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসাত্মক মাত্রা আরও বৃদ্ধি পায়। মেঘভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত রামবানে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। কেউ নিখোঁজ কি না, সে বিষয়ে এখন ও কিছু জানা যায়নি। তবে মেঘভাঙা বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জম্মু কাশ্মীরের ওই জেলায়, তা দেখে আঁতকে ওঠেন বহু মানুষ।
মেঘভাঙা বৃষ্টিতে রামবান জেলার ৪৪ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্থ। জলের তোড়ে জাতীয় সড়কের (National Highway) বহু অংশ ভেসে যায় মুহূর্তে। যার জেরে গোটা সড়ক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেনা বাহিনীর সঙ্গে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনীও জোর কদমে কাজ শুরু করেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ জাতীয় সড়ক পার করিয়ে যাতে মানুষকে নিরাপদে অন্যত্র পৌঁছে দেওয়া যায়, সেনা বাহিনী সেই কাজও শুরু করেছে বলে জানা যায়।
দেখুন কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মেঘভাঙা বৃষ্টিতে...
A #cloudburst hit #Jammu and #Kashmir's #Ramban region early on 20th April, causing flash #floods and #landslides that killed at least three people and forced thousands to leave their homes. The #heavyrain started around AM, and the weather department quickly issued a warning,… pic.twitter.com/kn3twYdvgd
— Outlook India (@Outlookindia) April 20, 2025
রিপোর্টে গত ২ দিন ধরে যে মেঘভাঙা বৃষ্টি এবং হঠাৎ বন্যা শুরু হয় রামবানে, তার জেরে সেখানকার ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। ওই ১০০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...
The 4 lane construction work on National Highway 44 in the Ramban section Jammu and Kashmir started on Feb 2020, and is still going on. The project includes 29 km of road, 6 tunnels, 6 major bridges, and 21 minor bridges.
The area faces frequent landslides due to weak geology,… pic.twitter.com/Rn8CxQZDxk
— Amαr (@Amarrrrz) April 20, 2025
মেঘভাঙা বৃষ্টি, ভূমিধ্বসের জেরে মানুষের ভোগান্তির অন্ত নেই...
VIDEO | Jammu and Kashmir: Flash floods triggered by intense rainfall caused severe damage in Ramban district, destroying portions of NH-44 and severely disrupting daily life.
The highway remains blocked, with road clearance and restoration operations currently underway to… pic.twitter.com/HYAY4TQJRt
— Press Trust of India (@PTI_News) April 21, 2025
রামবানের পাশাপাশি আনাস, রিয়াসি জেলাতেও বিপর্যয় দেখা দেয়। যার জেরে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলেও খবর মিলছে।