দিল্লি, ২৬ জুন: ফের মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) স্বরূপ দেখল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। এবার মেঘভাঙা বৃষ্টির প্রবল দাপটে হিমাচল প্রদেশের কুলু (Kullu)ভাসতে শুরু করেছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বিয়াস বা বিপাশা নদী কার্যত ফেটে যায়। হু হু করে জল বইতে শুরু করে বিপাশা থেকে। বিপাশার জলে যেমন চাষের জমি, ফসল ভেসে যেতে শুরু করে, তেমনি বহু গাড়িও ভেসে যায় হু হু করে। জলের তীব্র গতি দেখে মানুষ কার্যত ভয়ে সিঁটিয়ে যেতে শুরু করেন। রাস্তার পাশ দিয়ে যখন গর্জন করে বিপাশা নদী বয়ে যেতে শুরু করে, তার রণরঙ্গিনী রূপ দেখে স্থানীয়রা সেখান থেকে সরে যেতে শুরু করেন।
স্থানীয় প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু করা হয়। সেই সঙ্গে মানুষ যাতে কোনওভাবে বিপাশা নদীর আশপাশে না থাকেন, সে বিষয়েও জারি করা হয় কড়া সতর্কতা। বিপাশা (Beas River) নদীর স্রোত যেভাবে আছড়ে পড়তে শুরু করে, তার জেরে যে কোনও সময় পাশের রাস্তা, বাড়িঘর সব তার গ্রাসে চলে যেতা পারে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘভাঙা বৃষ্টির জেরে বিপাশা জলে ভেসে গিয়েছেন পরপর ৩ জন।
মেঘভাঙা বৃষ্টিতে ভয়াল রূপ ধারণ করল বিপাশা নদী...
#Cloudburst incidents are occurring today at three to four locations in Kullu district of #HimachalPradesh, in which 3 people are reportedly being swept away.
The floods triggered by the cloudbursts are also damaging agricultural land and sweeping away some vehicles.
The… pic.twitter.com/zcdoeYNTtl
— All India Radio News (@airnewsalerts) June 25, 2025
বিপাশা নদীর জলের স্রোতে যখন ৩ জন ভেসে যান, সেই সময় সেখানে সাইনজ় ভ্যালিতে মোতায়েন করা হয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। বাড়িঘরের উপর দিয়ে যেভাবে নদীর জল বইতে শুরু করে, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, ভয় ধরতে শুরু করে।
দেখুন জলের রাক্ষুসে স্রোতে কীভাবে ভেসে খড়কুটোর মত সব ভেসে যাচ্ছে...
A cloudburst in Sainj Valley of Kullu district has triggered a sudden surge in a stream.
If you’re in the area, please stay alert and take necessary precautions. pic.twitter.com/Q8U6kdWJHs
— Go Himachal (@GoHimachal_) June 25, 2025