সিমলা, ৬ জুলাই: বুধবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লু (Kullu) জেলায় মেঘভাঙা বৃষ্টির (Cloud Burst) জেরে আকস্মিক বন্যায় (Flash Floods) কমপক্ষে চারজন মানুষ ভেসে গিয়েছেন। জেলার বহু জায়গায় ধস নেমেছে। অনেক বাড়ি ধসের নিচে চাপা পড়ে গিয়েছে বলে জানিয়েছ জেলা প্রশাসন। দ্রুততার সঙ্গে বিপর্যন্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সকাল ৬টা নাগাদ চাল্লাল পঞ্চায়েতের চোজ গ্রামে জলের তোড়ে চার থেকে ছ'জন নিখোঁজ হয়েছেন। অন্তত পাঁচটি গবাদি পশুও বন্যায় ভেসে গিয়েছে।
গত কয়েক দিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে স্থানীয় কয়েকটি নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান দেখা গিয়েছে। শহরে জল ঢুকতে শুরু করেছে। কুল্লু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে একাধিক বাড়ি, গবাদি পশু ও গাড়ির ভেসে যাওয়ার খবর মিলেছে। রাতভর ভারী বৃষ্টির জেরে হড়পা বানে কাসোল এলাকায় কয়েকটি ক্যাম্পিং সাইটও ভেসে গিয়েছে। গ্রামের সঙ্গে সংযোগকারী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরে অবস্থিত ছয়টি ক্যাফেও বন্যায় ভেসে গিয়েছে। আরও পড়ুন: Shyama Prasad Mukherjee Birth Anniversary: জন্ম বার্ষিকীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন জেপি নাড্ডা
#WATCH | Himachal Pradesh: Flash flood hits Manikaran valley of Kullu district due to heavy rainfall, dozens of houses and camping sites damaged in Choj village: SP Kullu Gurdev Sharma pic.twitter.com/NQhq8o8JXC
— ANI (@ANI) July 6, 2022
ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার ও ত্রাণের কাজে নেমে পড়েছে। তবে প্রথমে উদ্ধারকারী দল কাসোল-জাইমালা সড়কে আটকে পড়ে ধসের কারণে।