প্রতীকী ছবি (Photo Credits: IANS)

স্মার্টফোন, সোশ্য়াল মিডিয়া, অপরিণত মাথা- ফের বিপদ ডেকে আনল। মাস তিনেক আগে বাবা-মা ওকে ভালবাসে নতুন স্মার্টফোন কিনে দিয়েছিল। নবম শ্রেণীর ছাত্রী নতুন স্মার্টফোন পেয়ে ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খোলে। ইনস্টাগ্রামে ওর সঙ্গে পরিচয় হয় মিত্তাল সোলাঙ্কি নামের এক তরুণীর। মিত্তাল এরপর ইনস্টাতেই ১৩ বছথর বয়সী নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে পরিচয় করায় ১৯ বছরের কিষাণ প্যাটেল নামের এক তরুণের সঙ্গে। সেখানেই বাধে বিপত্তি। ঘটনাটি ঘটেছে গুজরাটের মোরবিতে। ক মাস আগে এই মোরবিতেই ব্রিজ ভেঙে পড়েছিল।

নবম শ্রেণীর সেই ছাত্রীর নগ্ন ভিডিয়ো ফাঁস করার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায় করে কিষাণ প্যাটেল। ক দিন ধরে মেয়েটিকে মনখারাপ করে কাঁদতে দেখে, স্কুল না যাওয়ায় বাড়ির লোকের সন্দেহ হয়। এরপর ১৩ বছরের মেয়েটি সব কথা খুলে বলে। কিষাণ তার সঙ্গে দু মাস ধরে ফোনে যোগাযোগ রাখছিল বলে মেয়েটি জানায়।

পরিচয় জমে ওঠার পর একদিন ছেলেটি তাকে মোরবির এক পরিত্যক্ত মন্দিরের পাশে খালি জায়গায় ডেকে নগ্ন করে তার ছবি তোলে বলে মেয়েটির অভিযোগ। এরপর মেয়েটিকে কিষাণ বারবার ভয় দেখায়, টাকা না দিলে সে তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দেবে। ভয় দেখিয়ে মেয়েটিকে ভিডিয়ো কলে নগ্ন হতেও বাধ্য করায় বলে অভিযোগ।

কিষাণের ভয়ে মেয়েটি তার মায়ের সোনমার কানের দুল, বাড়িতে রাখা টাকা চুরি করে ৭০ হাজার টাকা দেয়। ছেলেটিকে গ্রেফতারের পর পসকো আইন সহ যৌন হেনস্থা, ব্ল্যাকমেলের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে সোলাঙ্কিকে এখনও ধরতে পারেনি পুলিশ।