নয়াদিল্লিঃ অপরাধের প্রতিবাদ করায় একাদশ শ্রেণীর ছাত্রকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে(Faridabad )। বাজারের মধ্যে প্রকাশ্যে ওই ছাত্রের উপর আক্রমণ চালায় একদল যুবক। ১৪ টি কোপ (Stabbed)মারা হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে(Hospital) নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই নাবালকের। এই ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষ।
প্রকাশ্যে ছাত্রকে কুপিয়ে খুন, গ্রেফতার ১০
জানা গিয়েছে, ওই এলাকায় সম্প্রতি দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়েছিল। রাস্তার মধ্যে মাদক বিক্রি করছিল একদল যুবক। সেই সঙ্গে রাস্তার মেয়েদের উত্তক্ত করত এই অপরাধীরা। কিছুদিন আগে এই কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল নিহত নাবালক। দুষ্কৃতীদের সঙ্গে বচসাতেও জড়ায় সে। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হুমকি পেতে থাকে সে। সুরক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হলে পুলিশ একপ্রকার হেসে উড়িয়ে দেয় গোটা বিষয়টি এমনটাই অভিযোগ করেছে মৃতের দিদি। এই ঘটনার কয়েকদিন পর, বুধবার প্রকাশ্যে ওই নাবালককে আক্রমণ করে ওই অপরাধীরা। প্রথমে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই নাবালককে। তারপর ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয় তাকে। তার শরীরে মোট ১৪ টি কোপানোর দাগ পাওয়া গিয়েছে। গোটা ঘটোনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।
একাদশ শ্রেণীর ছাত্রকে কুপিয়ে খুন, গ্রেফতার ১০
Faridabad Horror: Class 11 Student Dies After Being Stabbed 14 Times by Men Armed With Knives and Sticks, 10 Accused Held After Disturbing Video Surfaces https://t.co/vYE4YFxVIy#Faridabad #Crime #Murder
— LatestLY (@latestly) December 26, 2024