নতুন দিল্লি, ৮ মার্চ: “আমরা ধর্ষণে অভিযুক্তকে বিয়ে করতে বলিনি। আমরা তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কী বিয়ে করবেন?” কয়েক দিন আগে এক মামলার শুনানিতে এই মন্তব্য করে দেশজুড়ে আলোড়ন ফেলেছিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে (CJI Sharad A Bobde)। নারী দিবসে নিজেকে শুধরে নিয়ে সেই তিনিই বললেন, সুপ্রিমকোর্ট সর্বদা নারীত্বকে সম্মান জানিয়ে এসেছে। আর সেদিন তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছিল। গত ১ মার্চ মোহিত সুভাষ চবন নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। মোহিত মহারাষ্ট্রের স্টেট ইলেক্ট্রিসিটি প্রোডাকশন কোম্পানিতে চাকরি করেন। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে মোহিতের বিরুদ্ধে। এজন্যে ধৃতের চাকরি যেতে পারে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: দিদি টিকিট দেননি, আজই বিজেপি শিবিরে তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস
এউ মামলা প্রসঙ্গেই প্রধান বিচারপতি অভিযুক্তকে বলেছিলেন আপনি বিয়ে করতে পারেন, নাহলে আপনার চাকরি যাবে। এমন ঘটনা ঘটানোর আগে আপনার ভাবা উচিত ছিল যে সরকারি চাকরি করেন। যদি বিয়ে করতে চান সে ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি। আর বিয়ে না করলে আপনার চাকরি যাবে, এমনকী জেলেও যাবেন অপরাধী। কারণ এই কুকীর্তির জন্য পকসো আইনে মামলা রুজু হয়েছিল। প্রধান বিচারপতির এহেন বিবৃতির পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে অন্য প্রেক্ষিতে শরদ অরবিন্দ বোবদে একথা বলেছেন, এমন দাবি করেন সরকারি আইনজীবী তুষার মেহতা। আজ সেই সমালোচনার জবাব দিলেন বোবদে।