নয়াদিল্লিঃ নভেম্বর মাসেই প্রধান বিচারপতি(Chief Justice Of India) হিসাবে মেয়াদ শেষ হবে ডিওয়াই চন্দ্রচূড়ের(DY Chandrachud)। আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। চলে যাওয়ার আগে তাঁর পরবর্তী বিচারপতির নাম জানালেন জাস্টিস চন্দ্রচূড়। নিয়ম অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরিকে মনোনীত করতে পারেন। সেই সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। নিয়ম মেনে চলে অবসর গ্রহণের আগে আনুষ্ঠানিকভাবে বিচারপতি সঞ্জীব খান্নার(Sanjiv Khanna) নাম প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি। তবে সঞ্জীব খান্না বিচারপতি হলেও মাত্র ছয় মাসের জন্যই দায়িত্বে থাকতে পারবেন। কারণ ২০২৫ সালের ১৩ মে তাঁর অবসর নেওয়ার কথা। প্রসঙ্গত, বিগত চার দশকেরও বেশি সময় ধরে আইনি পেশার সঙ্গে যুক্ত বিচারপতি সঞ্জীব খান্না। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। পরবর্তীতে তিস হাজারী কমপ্লেক্সের জেলা আদালতে অনুশীলন করেন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়।
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি ডিওয়াই চন্দ্রচূড়ের
STORY | CJI Chandrachud recommends Justice Sanjiv Khanna's name as his successor
READ: https://t.co/Dxa9tA3U9Y pic.twitter.com/RICs8yOAUP
— Press Trust of India (@PTI_News) October 17, 2024