নয়াদিল্লি, ৯ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫৪০। এহেন পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা বাড়ানো নিয়েও চলছে চাপানোতর। "১৪ এপ্রিলের পর লকডাউন (Lockdown) তোলা সম্ভব নয়।" সব রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Mod)। কারণ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দেশজুড়ে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের অধিকর্তা অভিনাশ আওয়াস্তি জানিয়েছেন, মাস্ক না পড়লে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ। কেন্দ্রের তরফ থেকেও বারবার মাস্ক পড়ে রাস্তায় বেরোনোর বার্তা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, বাড়ির বাইরে পা রাখলেই নাক-মুখ ঢেকে বেরোতে হবে। এহেন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করল বেশ কয়েকটি রাজ্য। আরও পড়ুন: Coronavirus Lockdown: '১৪ এপ্রিলের পর লকডাউন তোলা সম্ভব নয়', সর্বদলীয় বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
>এরপরই তড়িঘড়ি মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাজ্যে
>মাস্ক না পরলে নেওয়া হবে আইনি পদক্ষেপদিল্লি (Delhi)
> এই রাজ্যেও বাধ্যতামূলক ফেস-মাস্ক
> অরবিন্দ কেজরিওয়ালের জানিয়েছেন, ফেস-মাস্ক Covid-19 ভাইরাস সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমিয়ে আনে
> দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫৭৬
> এই রাজ্যে ২০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে
মহারাষ্ট্র (Maharashtra)
> রাজ্যবাসীর কাছে মাস্ক পড়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
> প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত প্রাক্তন স্বাস্থ্যকর্মীদের করোনা-যুদ্ধে ফ্রন্টলাইনে এসে লড়াইয়ের আর্জি করেন মুখ্যমন্ত্রী
> ১,১৩৫ জন আক্রান্ত এরাজ্যে, মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ৭২
চন্ডীগড় (Chandigarh)
>এ রাজ্যেও মাস্ক পড়া বাধ্যতামূলক
> প্রয়োজনে ঘরে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে হবে
> চন্ডীগড়ই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মাস্ক পড়া বাধ্যতামূলক করে
>১৮ জন আক্রান্ত চন্ডীগড়ে
ওড়িশা (Odisha)
> বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পরা বাধ্যতামূলক
> এরাজ্যে আক্রান্তের সংখ্যা ৪২