দেশের প্রথম মহিলা হিসেবে সিআইএসএফের ডিজি (CISF DG) নিযুক্ত হলেন আইপিএস নীনা সিং (Nina Singh)। শুক্রবার এই পদের দায়িত্ব গ্রহন করেন তিনি। সিআইএসএফের ডিজি পদে যোগ দেওয়ার আগে তিনি সিআইএসএফের স্পেশাল ডিরেক্টর জেনারেলের পদে ছিলেন তিনি।
জহরলাল বিশ্ববিদ্য়ালয় থেকে কলা বিভাগে স্নাতক তিনি। হার্ভাড ইউনিভার্সিটি থেকে রয়েছে মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রি। এছাড়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলোজি থেকে সামাজিক প্রোগ্রামে পারদর্শীতা অর্জন করেছেন তিনি।এছাড়া অর্থনীতিতে নোবেল প্রাইজ প্রাপক অভিজিৎ ব্যানার্জী (Abhijit Banarjee) এবং এস্টার ডাফলোর (Estar Daflo) সঙ্গে এভিডেন্স বেসড পুলিশ রিফর্ম নিয়ে কাজ করেছেন নীনা সিং।
নিজের ৩৪ বছরের পুলিশ কেরিয়ারে রাজস্থানেরক বিভিন্ন জায়গায় কাজ করেছেন। পুলিশ প্রশাসন, পুলিশ ট্রেনিং এবং অপরাধের তদন্ত নিয়ে তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে।
রাজস্থানে স্টেট কমিশন ফর উইমেনের মেম্বার সেক্রেটারি ছিলেন তিনি।সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। ২০০৫ সালে রাষ্ট্রপতির হাত থেকে মেরেটিয়াস সার্ভিস এবং ২০১৪ সালে ডিসটিঙ্গুইশ সার্ভিসের জন্য পুলিশ মেডেল পেয়েছিলেন তিনি।এছাড়া ২০২০ সালে অতি উৎকৃষ্ট সেবা মেডেলও পেয়েছিলেন তিনি।ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরষ্কারেও ভূষিত হয়েছিলেন তিনি।
সিআইএসএফের ৩০ তম ডিরেক্টর জেনারেল তিনি। এদিন তাকে হেডকোয়াটারে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পিযুষ আনন্দ (এডিজি নর্থ) এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারীকরা।
Nina Singh, who was first woman IPS officer of Rajasthan, takes charge as first woman chief of CISF
Read @ANI Story | https://t.co/NUoK0Lo82P#NinaSingh #IPS #CISF pic.twitter.com/d6V9NhW20H
— ANI Digital (@ani_digital) December 30, 2023