নয়াদিল্লি: বৃহস্পতিবার দোহা (Doha) থেকে দিল্লিতে (Delhi) আসা এক মহিলা যাত্রীর (lady) কাছ থেকে ২ কেজি ৩৯ গ্রাম মাদক (drugs) বাজেয়াপ্ত (Seized) করল সিআইএসএফ (CISF)। ধৃতকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এনসিবি আধিকারিকদের (NCB Officials) হাতে তুলে দেওয়া হয়েছে।
এপ্রসঙ্গে সিআইএসএফের তরফে জানানো হয়, কাতার এয়ারওয়েজের (Qatar Airways) বিমানে দোহা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে (IGI Airport) এসেছিল এক মহিলা যাত্রী। বিমানবন্দরে থাকা সিআইএসএফ জওয়ানরা তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই তা থেকে ২ কেজি ৩৯ গ্রাম আম্পেটামাইন (Amphetamine) ড্রাগ উদ্ধার হয়। এরপরই সঈদা আবিদা নামে ওই মহিলাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এনসিবি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পড়ুন: Delhi: বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, রাজধানী থেকে গ্রেফতার ৯
দেখুন ভিডিয়ো:
CISF detected Drugs Amphetamine, approx weight 2.39 Kgs (approx value Rs. 4.78 Cr) at IGI Airport, New Delhi@CISFHQrs pic.twitter.com/SNJ8qCfTJS
— DD News (@DDNewslive) March 16, 2023
Delhi | CISF apprehended a lady carrying drugs weighing 2.39 Kg worth Rs 4.78 Cr at IGI Airport travelling in a Doha-bound flight by Qatar Airways. Lady identified as Syeeda Abida was handed over to NCB Officials for further action in the matter: CISF pic.twitter.com/mhqsEVY9sq
— ANI (@ANI) March 16, 2023