Image used for representational purpose only (Photo Credits: PTI)

নয়াদিল্লি, ১৯ অগাস্ট: সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে সিনেমা-হল (Cinema Hall)। চলতি মাসের শেষের দিকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আনলক চতুর্থ পর্যায়ে নির্দেশিকায় নিষেধাজ্ঞা তালিকার বাইরে রাখা হবে সিনেমাহলকে। তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে অগাস্টের সিনেমা হল খোলার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতিতে সবুজ সংকেত থাকলেও পুরোপুরি সম্মতি মেলেনি। সামাজিক দূরত্বে মেনে সেপ্টেম্বরের আনলক ৪-এর নয়া নির্দেশিকায় খুলতে পারে সিনেমা হল। Kolkata: স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ, ৩ সদস্যের তদন্ত প্যানেল গঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

 একাধিক রাজ্যে ধাপে ধাপে খুলছে শপিং মল, জিম এবং যোগা সেন্টার। আনলকের পর্ব যত এগোচ্ছ। তত নিয়ম শিথীল করা হচ্ছে ক্রমশ। সিনেমা হল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ সরকারের কাছে পিটিশন দাখিল করেছে ইতিমধ্যেই নির্দিষ্ট নিয়ম নির্দেশিকা মেনে সিনেমা হল পুনরায় খোলার জন্য। কারণ বিগত সাড়ে ৫ মাস ধরে বন্ধের জেরে যে লোকসান হয়েছে তাঁদের, সেই ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়ছে সিনেমা হল কর্তৃপক্ষের।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বেশ কিছু শর্তে সরকার থিয়েটার খোলার ক্ষেত্রে সম্মতি জানাতে পারে। এরমধ্যে রয়েছে কনট্য়াক্টলেস টিকিট বুকিং এবং চেকিং। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে দুটো সারির মাঝখানে একটা সারি ফাঁকা রেখেই দর্শক বসাতে হবে এবং ২ জন দর্শকের মাঝে অন্তত ৩ মিটার দূরত্ব রাখা হবে। এছাড়াও নিয়মিত সিনেমাহল স্যানিটাইজ করারও নির্দেশ দেওয়া হবে। এছাড়া সিনেমার ইন্টারভাল চলাকালীন হ্যান্ড ওয়াশ এবং সামাজিক দূরত্বের ব্যাপারেও দেওয়া হবে সচেতনতার বার্তা।