
Chirag Paswan: বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের (Ram Vilas Paswan) ছেলে চিরাগ বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। বাবার মৃত্যুর পর ছেলে চিরাগ এখন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ৪২ বছরের চিরাগ বিহারের সিংহাসনে বসতে মরিয়া। আর সেই লক্ষ্যে সরাসরি ভোটে নামছেন রামবিলাস পুত্র। NDA জোটে থাকলেও নীতীশ কুমারের কট্টর বিরোধী চিরাগ এবার বাবা রামবিলাসের অধরা স্বপ্ন পূরণ করতে চাইছেন। দুঁদে রাজনীতিবিদ রামবিলাস কখনও না পারলেও হাজিপুরের সাংসদ ছেলে চিরাগ চাইছেন বিহারের মুখ্যমন্ত্রী হতে। চিরাগ নিজে বলছেন, মানুষ যেখানে চাইবে আমি সেখান থেকেই ভোটে লড়ব, কিন্তু খুব সম্ভবত হাজিপুরের কোনও একটি আসন থেকেই লড়বেন রামবিলাস পুত্র।
নীতীশকে সরিয়ে বিহারে NDA-র মুখ্যমন্ত্রী হতে মরিয়া চিরাগ
নীতীশ কুমারের বিরোধী হলেও বিজেপির সঙ্গে জোট থাকায় চিরাগ NDA-তে আছেন। এখন নীতীশের সঙ্গে জোট গড়ে লড়লেও ভোটের পর এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের কুর্সিতে বসতে চাইছেন চিরাগ। গত বছর লোকসভা নির্বাচনে বিহারে অঘোষিত 'ম্য়ান অফ দ্য ম্য়াচ'হন চিরাগ। কাকা পশুপতি কুমার পরশের বিদ্রোহে চিরাগ একটা সময় দেশের রাজনীতিতে অপ্রসাঙ্গিক হয়ে গিয়েছিলেন। রামবিলাসের দল গড়া দল লোক জনশক্তি পার্টিও কাকা-ভাইপো দ্বন্দ্বে ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছিল। এলজেপির একটা টুকরো নিয়েছেন রামবিলাস পুত্র চিরাগ (এলজেপি-রামবিলাস) আর আরেকটা ভাগ নিয়েছেন রামবিলাসের ভাই পশুপতি কুমার পরশ (রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি)। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ জোটের অধীনে লড়ে বিহারে পাঁচটি আসনে প্রার্থী দিয়ে পাঁচটিতেই জেতে চিরাগের দল। কাকা পশুপতি পরশের তুমুল বিরোধিতার পরেও চিরাগ নিজে হাজিপুর থেকে বিপুল ভোটে জিতেছিলেন। ২০২৪ লোকসভায় ১০০ শতাংশ আসনে জয়ের রেকর্ড গড়ে বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে ওঠেন মোদী-শাহ ঘনিষ্ঠ চিরাগ।
গতবার মাত্র ১টি আসনে জিতেছিল চিরাগের দল
শেষ পর্যন্ত যদি বিজেপি ম্যাজিক ফিগারে না পৌঁছায়, তাহলে এবার চিরাগকে বসাতে চাইবে বিজেপি। এমন জল্পনা চলছে। যদিও চিরাগের সমস্যা হল এনডিএ জোটের অধীনে লড়ে তেমন বেশি আসনে লড়তে পারবে না তার দল। তা ছাড়া তার দলের ভোটব্যাঙ্ক কিছু নির্দিষ্ট অংশ, দলিত-পাসোয়ান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ। বিহারে গত বিধানসভা নির্বাচনে এনডিএ-তে না গিয়ে নীতীশ কুমারের সঙ্গে জেহাদ ঘোষণা করে চিরাগের দল জিতেছিল মাত্র ১টি আসনে।