দিল্লি, ১০ জুন: লোক জনশক্তি পার্টির (LJP) সাংসদ চিরাগ পাসওয়ান (Chirag Paswan) এবার শপথ নিলেন মোদী মন্ত্রিসভার সদস্য হিসেবে। বিহারের (Bihar) হাজিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ। রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ প্রথমে বলিউডে যান কেরিয়ার গড়তে। প্রথমে রূপোলি পর্দায় কেরিয়ার গঠনের চেষ্টা করেন চিরাগ পাসওয়ান। কঙ্গনা রানাউতের সঙ্গেও ছবি করেন চিরাগ। তবে বলিউডে বেশিদিন থাকেননি চিরাগ পাসওয়ান। মুম্বই থেকে সোজা লোকজনশক্তি পার্টির হয়ে প্রতিনিধিত্ব করতে রাজনীতির ময়দানে নামেন চিরাগ পাসওয়ান। সেখান থেকেই এবার হাজিপুরের সাংসদ হন চিরাগ পাসওয়ান। প্রসঙ্গত ২০০০ সালে লোকজনশক্তি পার্টি গঠন করেন রামবিলাস পাসওয়ান। বাবার দলকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরুকরেন এই তরুণ নেতা।
২০২৪ সালে লোকজনশক্তি পার্টি বিহারে ৫টি আসন দখল করে। হাজিপুর, জামুই,খাগারিয়া, বৈশালী এবং সমস্তিপুর, এই ৫ কেন্দ্রে লোকজনশক্তি পার্টি (রামবিলাস পাসওয়ান) জয়ী হয়।
এর আগে ২০১২ সালে লোকজনশক্তি পার্টিতে যোগ দেন চিরাগ পাসওয়ান। ২০১২ সালে রাজনীতিতে যোগ দিয়ে, ২০১৪ সালে ভোটের ময়দানে দেখা যায় রামবিলাস-পুত্রকে। ২০১৪ সালে প্রথম বিহারের জামুই থেকে লড়াই করেন চিরাগ পাসওয়ান। ১৯৭৭ সাল থেকে জামুই থেকে ভোটের লড়াই শুরু করেন রামবিলাস পাসওয়ান। পরপর ৮বার জামুই থেকে লড়াই করে জয়ী হন রামবিলাস। ফলে ওই আসনের গুরুত্ব চিরাগ পাসওয়ানের কাছে অনন্য বলেও মনে করা হয় রাজনৈতিক মহলের তরফে। ফলে রাজনৈতিক জীবনের শুরুর পর্ব বিহারের জামুই থেকেই চলতে শুরু করে চিরাগ পাসওয়ানের।
২০১৯ সালে ফের জামুই থেকে সাংসদ নির্বাচিত হন চিরাগ পাসওয়ান। পরের বছরই লোকজনক্তি পার্টির সর্বভারতীয় সভাপতি পদে দেখা যায় চিরাগকে। ফলে চিরাগ পাসওয়ানের বলিউড থেকে রাজনৈতিক জীবন কার্যত আবোচনার বিষয় বলেই মনে করেন অনেকে।
১৯৮৩ সালে জন্ম হয় চিরাগ পাসওয়ানের। দিল্লিতে পড়াশোনা শুরু করেন চিরাগ। এরপর ঝাঁসি থেকে বিটেক পাস করার কথা ছিল চিরাগ পাসওয়ানের। যদিও ওই বছরই একটি সেমেস্টার 'মিস' করেন চিরাগ।
এদিকে ২০১১ সালে বলিউডে পা রাখেন চিরাগ পাসওয়ান। ওই সালে 'মিলে না মিলে হম'-এ অভিনয় করেন চিরাগ। ওই সালে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিপরীতে অভিনয় করতে দেখা যায় চিরাগ পাসওয়ানকে।