বেজিং, ১৭ এপ্রিল: শুক্রবার উহানের স্বাস্থ্য অধিকর্তারা করোনারভাইরাসে (Wuhan Coronavirus) মৃতদের যে তালিকা করা হয়েছিল তার ৫০ শতাংশেরও বেশি সংশোধন করে ফেলেছেন। উহানের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য প্রকাশ্যে এসেছে শুক্রবার। সেখানে দেখা যাচ্ছে এই শহরে মারণ রোগের বলি হয়েছে ৩ হাজার ৮৬৯ জন। এই উহানকেই কোভিড-১৯ এর উপকেন্দ্র বলা হচ্ছে। আগের তথ্যতে বলা হয়েছিল উহানে করোনার বলি ২ হজার ৫৭৯। বর্তমানে মৃতের তালিকায় এসেছে আরও ১ হাজার ২৯০ জন। ৫০ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে। মৃত ও আক্রানেতর সংখ্যার রদবদলের নেপথ্য রয়েছেন তাঁরা যাঁরা বাড়িতেই সুস্থ হয়েছেন। এবং অনেক আক্রান্ত বাড়িতেই মারা গেছেন। আরও পড়ুন- Nirmala Sitharaman: মন্দা রুখতে লকডাউনে বিপর্যস্ত সেক্টরের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার সম্ভাবনা অর্থমন্ত্রীর
গত জানুয়ারির গোড়ায় চিনের তরফে দাবি করা হয়েছিল যে, হু হু করে সংক্রমণ বাড়ায় উহানের হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা আক্রান্তদের সেবা দেওয়ার থেকে ফুরসৎ পাচ্ছেন না। সেকারণে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসেবে কিছু ভুল থাকতে পারে। এরপরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন অভিযোগ করেন, মহামারী করোনা সম্পর্কিত চিনের দেওয়া তথ্যের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন কী সেখানে ঘটেছিল যে চিনের থেকে করোনাভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। যে বিষয়ে আমরা কেউ বিন্দুবিসর্গ কিছুই জানি না।” জনহপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখনও পর্যন্ত মারণ রোগে ১ লক্ষ ৪৫ হাজার ৫৫১ জন। যেখানে আক্রান্ত রয়েছে ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৮৩ জন।