নয়াদিল্লিঃ হাত-পা মিলিয়ে মানব শরীরে মোট ২০ টি আঙুল (Finger) থাকে। তবে এ বার ২০-এর জায়গায় ২৫ টি আঙুল নিয়ে জন্মাল এক শিশু (Child)। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বাগলকোটে। এই শিশুর জিন্মের পর চিকিৎসকেরা (Doctors) দেখেন তার বাম গাতে ৭ টি আঙুল। আর ডান হাতে ৬ টি। আর দু'পায়ে ৬ টি করে মোট ১২ টি আঙুল রয়েছে। খবরটি জানাজানি হতে হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে। সদ্যজাতকে দেখতে ভিড় জমান হাসপাতালের কর্মীরা। তবে চসম্পূর্ণ সুস্থ রয়েছে শিশু, জানান চিকিৎসকেরা। সুস্থ রয়েছে তার মাও। শিশুর পরিবার বলছে এটা ভগবানের আশীর্বাদ। শিশুর বাবা বলেন, "আমাদের আরাধ্য ভুবনেশ্বরী দেবী। তাঁর কৃপাতেই ছেলের জন্ম হয়েছে।" সদ্যজাতকে দেখতে বাড়িতে রোজই ভিড় জমাচ্ছেন লোকজন, এও জানিয়েছেন যদিও এই ঘটনা বিরল নয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পলিড্যাক্টিলি।’জিনগত ত্রুটির কারণে অনেকসময় এমনটা হয়।
এই খবরটিও পড়ুনঃ
Baby Boy Born with 25 Fingers in Karnataka's Bagalkot#Polydactyly #RareCondition #KarnatakaNews #MedicalAnomaly #newskarnatakahttps://t.co/IN7l3TTeRX
— News Karnataka (@Newskarnataka) July 21, 2024