Representational Image Credit: Pixabay

জয়পুর, ১৮ সেপ্টেম্বর:  তিন বছরের মেয়েকে পুকুরে (Lake)  ছুঁড়ে ফেলে দিল মা (Mother)। প্রথমে তিন বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে, তারপর তাকে নিয়ে হাঁটতে বেরিয়ে, পুকুরে ছুঁড়ে ফেলে দেয় মা। রাজস্থানের (Rajasthan) আজমেঢ়ে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।

রিপোর্টে প্রকাশ, বিচ্ছেদের পর আজমেঢ়ে নিজের মেয়েকে নিয়ে থাকত এক তরুণী। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে বাবার কাছেই থাকত। বিচ্ছেদের পর ওই সময় অন্য এক তরুণের প্রতি আকৃষ্ট হলে, দুজনের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়। তবে প্রেমিকার মেয়েকে নিয়ে দিনের পর দিন খোঁচা দিতে শুরু করে ওই তরুণ। প্রেমিকের খোঁচায় অস্থির হয়ে শেষ পর্যন্ত নিজের ঘুমন্ত নিয়ে তুলে নিয়ে গিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দেয় (Child Murder) ওই তরুণী।

মঙ্গলবার রাতে পুলিশ কনস্টেবল গোবিন্দ শর্মা টহলদারির সময় অঞ্জলি নামের ওই তরুণী এবং তার প্রেমিককে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন। তারা কী করছে রাতের অন্ধকারে, এমন প্রশ্ন করা হলে, মেয়ে হারিয়ে গিয়েছে বলে গল্প ফাঁদে অঞ্জলি।

এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে পায়, অঞ্জলি রাতে ঘুমন্ত মেয়েকে নিয়ে একা ঘুরে বেড়াচ্ছে। রাত দেড়টা নাগাদ অঞ্জলি খালি হাতে ফিরে আসে। এরপরই সে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়ে। আনা সাগর লেকের পাশে মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে অঞ্জলি কী করছিল, তা নিয়ে পুলিশের সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

এরপর দিন আনা সাগর লেক থেকে ছোট্ট শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় অঞ্জলিকে ডেকে জেরা শুরু করলে, সে ভেঙে পড়ে। সেই সঙ্গে নিজের অপরাধ স্বীকার করে।

অঞ্জলির দাবি, তার প্রেমিক অল্কেশ প্রায়শয়ই মেয়েকে নিয়ে খোঁটা দিতে। যা মাত্রা ছাড়া হয়ে উঠেছিল। অল্কেশের খোঁটা সহ্য করতে না পেয়ে মেয়েকে লেকের জলে অঞ্জলি ছুঁড়ে ফেলে দেয় বলে স্বীকার করে।