রায়পুর, ৮ অক্টোবর: আকাশছোঁয়া সাফল্যে আকাশছোঁয়া পুরস্কার। রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণীতে মেধাতালিকায় প্রথম দিকে থাকা ছাত্রছাত্রীদের হেলিকপ্টারে চড়িয়ে ঘোরাল ছত্তিশগড় সরকার। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল চলতি বছর মে মাসে কথা দিয়েছিলেন রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে টপার্সদের কপ্টারে চড়িয়ে আকাশ সফর করাবেন। সেই কথা রাখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃতি পড়ুয়াদের শুধু মোমেন্টো কিংবা আর্থিক পুরস্কার নয় একেবারে আকাশ ভ্রমণ করালেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
এদিন, রাজধানী রায়পুরের এক হেলিপ্যাডে কয়েকটি কপ্টার আনা হয় কৃতি পডু়য়াদের আকাশ ভ্রমণ করানোর জন্য। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রথম, দ্বিতীয়,তৃতীয় হওয়া পড়ুয়ারা কপ্টারে চড়ে ঘুরলেন বেশ কিছুক্ষণ। আকাশছোঁয়া সাফল্যকে আকাশ ছুঁয়ে উদযাপন হল। এই ধরনের উদ্যোগ সত্যিই অভিনব। আরও পড়ুন-সম্পর্ক ভাঙার জের, প্রেমিকা ও তাঁর বাবাকে খুন করল যুবক
দেখুন ভিডিও
#WATCH | Raipur, Chhattisgarh: Toppers of class 12 and class 10 were taken on a helicopter ride by the state govt as was promised by CM Bhupesh Baghel in May pic.twitter.com/0MAi5h9je8
— The Times Of India (@timesofindia) October 8, 2022
এই ধরনের পুরস্কার আগামী দিনে ছাত্রছাত্রীদের ভাল ফল করতে উতসাহিত করবে বলে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে।