Representational Image | (Photo Credits: PTI)

আগ্রা: প্রেমের সম্পর্ক ভেঙে গেছিল। এর জেরে প্রাক্তন প্রেমিকা ও তাঁর বাবাকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে খুন করে গ্রেপ্তার হল এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এতোয়া (Etah) জেলার যসরতপুর (Jasrathpur) পুলিশ স্টেশনের অন্তর্গত নাগলা বালু (Nagla Balu) গ্রামে।

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, নাগলা বালু গ্রামের ২৪ বছরের যুবক পুনীতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল একই গ্রামের ১৮ বছরের যুবতী তানিশীর। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর আচমকা বৃপস্পতিবার রাত ১১টার সময় প্রতিবেশী তানিশীর বাড়িতে লোহার একটি রড নিয়ে ঢুকে পড়ে পুনীত। ওই বাড়ির একটি ঘরে তখন বাবা অন্তরাম (৫০) ও মা ফুলশ্রীর (৪৬) সঙ্গে শুয়ে ছিলেন তানিশী। আচমকা সেখানে ঢুকে লোহার রড দিয়ে তিনজনকে বেধড়ক মারধর করতে থাকে পুনীত। সেই আওয়াজ শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসে চেঁচামেচি করতে থাকে তানিশ্রীর বউদি শশী। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুনীত। পরে খবর পেয়ে পুলিশ এসে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অন্তরাম ও তানিশীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর অবস্থা আশঙ্কাজনক থাকায় ফুলশ্রীকে আগ্রার (Agra) এসএন মেডিকাল কলেজে (SN Medical College) স্থানান্তরিত করা হয়।

এপ্রসঙ্গে আলিগড় রেঞ্জের ডিআইজি দীপক কুমার জানান, এই ঘটনার খবর পাওয়ার পরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। পরে পুনীত ওরফে নান্নে নামে ওই যুবককে এতোয়া জেলার আলিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।