প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের(Rape) চেষ্টা ও খুনের(Murder) অভিযোগে গ্রেফতার নাবালক। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের(Chhattisgarh) বিলাসপুরে(Bilaspur)। জানা গিয়েছে, মঙ্গলবার বিলাসপুরের সারকান্দা থানাত অন্তর্গত একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয় পাঁচ বছরের ওই শিশুকন্যার দেহ। তদন্তে নেমে জানা যায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিল ওই শিশু। বাড়ি থেকেই নিখোঁজ হয়ে হায় সে। থানায় নিখোঁজ ডায়ারি করেন শিশুর বাবা-মা। এরই মধ্যে শিশুর এলাকার পাশের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হিয় তার দেহ। তদন্তে নেমে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ধৃত নাবালকের খোঁজ পায় পুলিশ। তাকে জেরা করতেই বেরিয়ে আসে সব সত্যি।

ধর্ষণের চেষ্টার পরে খুন শিশুকন্যা, গ্রেফতার নাবালক

পুলিশ সূত্রে খবর, ধৃত নাবালকের বয়স ১৩। মৃত শিশুকন্যার বাড়ির পাশেই একটি কোয়ার্টারে থাকত ওই নাবালক। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়, সোমবার খেলার ছলে বাড়ি থেকে ওই শিশুকে নিয়ে যায় সে। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে পাথর দিয়ে শিশুর মাথা থেঁতলে খুন করা হয় তাকে। পুলিশকে অভিযুক্ত নাবালক এও জানায়, মোবাইল ফোনে পর্ণ ভিডিয়ো দেখত সে। এই সব ভিডিয়ো দেখেই ওই শিশুকে ধর্ষণ করার পরিকল্পনা করে সে। সেই মতোই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই নাবালক। ইতিমধ্যেই প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গেই তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে। অন্যদিকে শিশুকন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার পর মাথা থেঁতলে খুন নাবালকের