Chandrayaan-3

চাঁদের মাটিতে সম্প্রতি ইসরোর (ISRO) সাফল্য অভিযান নজর কেড়েছে সবার। চাঁদের দক্ষিণ অংশে সর্বপ্রথম ল্যান্ডিং করে বিশ্বে  ইতিহাস তৈরী করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এবার সেই সাফল্যের চন্দ্রায়ন ৩ এর রেপ্লিকা তৈরী করা হল ছত্তিশগড়ের রায়পুরের  একটি প্যান্ডেলে।

কালিবাড়ি এলাকাতে তৈরী হওয়া ৭০ ফুট চওড়া এবং ১২০ ফুট লম্বা চন্দ্রায়ন ৩ এই রেপ্লিকা প্যান্ডেল মঙ্গলবার থেকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য। শুধু চন্দ্রায়ন ৩ থিমের আদলে প্যান্ডেল নয় শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু নতুন থিমের ব্যবহারের মাধ্যমে গণেশ আরাধনায় মেতেছেন পূজো উদ্যোক্তা সহ ধর্মপ্রান মানুষেরা।

কলকাতা ( kolkata ) থেকে ৩০ জন শিল্পীকে নিয়ে যাওয়া হয়েছে এই বিশেষ থিম প্যান্ডেল করার জন্য। ৪৫ দিনের প্রচেষ্টার পর এই থিম প্যান্ডেল(Theme Pandal) তৈরী করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মহারাষ্ট্রের পুনেতে অযোধ্যা মন্দিরের আদলে গণেশের প্যান্ডেল তৈরী করা হয়েছে শ্রীমত দাগদুশেঠ হালওয়াই সার্বজনিক গণপতি ট্রাস্টের পক্ষ থেকে।