প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসককে(Lady Doctor) খুন (Murder)এবং ধর্ষণের(Rape) ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রতিবাদের রেশ দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে।তবে এরই মাঝে শিরোনামে উঠে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এ বার রাখিবন্ধনের দিন গণধর্ষণের(Gang Rape) শিকার এক আদিবাসী(Tribal) মহিলা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়গড়ের কষাইপালি গ্রামে। নির্যাতিতার বয়স ২৭। অভিযোগ,তাঁকে ৮ জন মিলে ধর্ষণ করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রাখিবন্ধনের উপলক্ষে নিকটবর্তী স্থানীয় মেলায় যাচ্ছিলেন নির্যাতিতা। সেইসময় অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে তাঁর পথ আটকায়। জোর করে তাঁকে পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই ঘটনায় আশেপাশের ৩টি গ্রামের একাধিক যুবক জড়িত রয়েছে। তাদের মধ্যেবেশ কয়েকজন নাবালক বলেও জানা যাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

ছত্তিশগড়ে ৮ জন পুরুষের লালসার শিকার আদিবাসী মহিলা