Vishnu Deo Sai.

বুধবার রাইপুরে ছত্তিশগড়ের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির আদিবাসী নেতা বিষ্ণু দেও সাই (Vishnu Deo Sai)। একই সঙ্গে বিষ্ণুর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী (Narendra Modi)। শপথে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, ভিআইপি-রাও।

রমন সিংকে এড়িয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু সাই-কে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা। আদিবিসী, তফসিলি সম্প্রদায়ের ভোটের দিকে মাথায় রেখেই বিজেপি ছত্তিশগড়ে বিষ্ণুকেই সিংহাসনে সবালো বলে রাজনৈতিক পর্যবক্ষেক মহলের ধারনা। আরও পড়ুন-মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের স্পিকার, মুখ্যমন্ত্রী মোহন যাদবের ডেপুটি দু জন

দেখুন খবরটি

রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৫৬টি-তে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। গত পাঁচ বছর ধরে সরকারে থাকা কংগ্রেস এবার মাত্র ৩৫টি আসনে জিতে। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ভূপেশ বাঘেল। মধ্যপ্রদেশ ভেঙে পৃথক রাজ্য হওয়ার ২০০০ সালে প্রথমবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের অজিত যোগী। এরপর টানা ১৫ বছর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির রমন সিং। তবে ২০১৮ সালে বড় পালাবদল ঘটিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের ভূপেশ বাঘেল।