Representational Image (Photo Credits: PTI)

দিল্লি, ৮ এপ্রিল: ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়ায় (Dantewada) আত্মসমর্পণ করল ২৬ মাওবাদী। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পরপর ২৬ জন মাওবাদীর (Naxalites) আত্মসমর্পণের ঘটনা নিছক যে ছোট ঘটনা নয়, তা কার্যত স্পষ্ট। যে ২৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে ৩ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ৩ জনের খবর দিতে পারলে, পুরস্কার। এমনও ঘোষণা করা হয় নিরাপত্তা বাহিনীর তরফে। এরপরই ওই ২৬ জন মাওবাদীর আত্মসমর্পণের খবর মেলে দান্তেওয়াড়ায়। যে ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে। সোমবার দান্তেওয়াড়া পুলিশের তরফে প্রকাশ করা হয় এই খবর।

রিপোর্টে প্রকাশ রাজেশ কাশ্যপ, কোসা মাধবী, এবং ছোট্ট কুঞ্জম নামে ৩ মাওবাদীর মাথার দাম প্রকাশ করা হয় নিরাপত্তা বাহিনীর তরফে। যার মধ্যে ৩ লক্ষ টাকা ধরা রাজেশ কাশ্যপের জন্য। কোসা মাধবীর জন্য ১ লক্ষ। সেই  সঙ্গে ছোট্টু কুঞ্জমের খবর দিলে তাঁকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়।

আরও পড়ুন: Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী এনকাউন্টার অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হল ৫, জারি তল্লাশি অভিযান

ওই ঘোষণার কয়েক দিনের মধ্যেই রাজেশ কাশ্যপ, কোসা মাধবী এবং ছোট্টু কুঞ্জেমর সঙ্গে আরও ২০ জন মাওবাদী আত্মসমর্পণ করে দান্তেওয়াড়ায়। যা নিরাপত্তা রক্ষীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।