দক্ষিণ আফ্রিকা থেকে আবারও ১২ টি চিতা আসছে ভারতে । টুইটারে নিজেই এমন খবর টুইট করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই ১২ টি চিতার মধ্যে ৫ টি মহিলা ও ৭ টি পুরুষ, যাদের জোহার্নসবার্গ থেকে গ্লোবমাস্টার C17এ করে নিয়ে আসা হচ্ছে।শনিবার তাদেরকে নিয়ে আসা হবে এবং তার পর তাদের নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশের কুনো ন্যাশন্যাল পার্কে।
নামিবিয়া থেকে আনা চিতাদের মতই এদেরকেও পর্যবেক্ষনে রাখা হবে বেশ কিছুদিন।নামিবিয়া থেকে আসা চিতাগুলি ভারতীয় পরিবেশ মানিয়ে নিয়েছে এবং তারা ভালভাবে শিকারও করতে পারছে। নতুনদের কিছুদিন খাঁচার মধ্যে রাখার পরে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে জঙ্গলে বলে জানা গেছে।
নামিবিয়া থেকে আনা সমস্ত প্রাণীই স্বাস্থ্যকর এবং তাদেরকে রেডিও কলার লাগানো হয়েছে। তাদেরকে পর্যবেক্ষনের মধ্যেও রাখা হয়েছে সর্বক্ষন। তবে তাদের মধ্যে একটি বাচ্চা চিতা রয়েছে, যার লিভারে একটু সমস্যা আছে। যদিও সে বাকিদের সঙ্গেই রওনা দিয়েছে ভারতের দিকে।
ভারতের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার সরকারের কাছে প্রতি বছর ১০ থেক ১২ টি চিতা পাঠানোর চুক্তি হয়েছে। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান ‘গ্রামবাসীদের কাছ থেকে যে সাহায্য আমরা পেয়েছি তা অতুলনীয়, ইকো টুরিজম এবং ইকো ডেভলপমেন্ট গ্রামবাসীদের জীবনধারনে উন্নতি করতে সাহায্য করবে’ । শুধু পরিবেশ রক্ষায় নয় এর পাশাপাশি পর্যটন শিল্পও গড়ে উঠবে এর মাধ্যমে।
The 12 cheetahs arriving from South Africa, under the visionary leadership of PM Shri @narendramodi ji to restore our ecological balance, have begun their journey to India.
Indian Air Force's C-17 Globemaster aircraft will get them home tomorrow.
Get ready to welcome them. pic.twitter.com/MRlDejQQlo
— Bhupender Yadav (@byadavbjp) February 17, 2023
"The 12 cheetahs arriving from South Africa have begun their journey to India. Indian Air Force's C-17 Globemaster aircraft will get them home tomorrow," tweets Minister for Environment, Forest & Climate Change Bhupender Yadav
(Pics: Minister's Twitter account) pic.twitter.com/6ZcUf72VDC
— ANI (@ANI) February 17, 2023