শহীদ সুরেন্দ্র মোগার কন্যা ভর্তিকা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ শনিবার সংঘর্ষ বিরতি (Ceasefire) লঙ্ঘন করে সীমান্তে গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান (Pakistan)। পাক সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে বায়ুসেনার চিকিৎসাকর্মী সুরেন্দ্র মোগার (Sergeant Surendra Moga)। উধমপুরে বায়ুসেনার ৩৯ উইং-এর সদস্য ছিলেন সুরেন্দ্র। শনিবার রাতে যখন শেলিং শুরু হয় তখন কর্মরত ছিলেন সুরেন্দ্র। আচমাকাই গুলি লাগে তাঁর। মারা যান তিনি। আজ, রবিবার রাজস্থানের ঝুনঝনে আনা হয় তাঁর দেহ। এদিন শহীদ সুরেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ।

আরও পড়ুনঃ ১৮ দিন পর নীরবতা ভাঙলেন, অবশেষে পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে মুখ খুললেন বিগ বি

বাবাকে হারিয়ে কী বলছে শহীদ সুরেন্দ্র মোগার মেয়ে?

২৪ ঘণ্টাও হয়নি বাবাকে হারিয়েছে কিশোরী ভর্তিকা। সুরেন্দ্রর মেয়ে সে। এদিন সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে সে বলে, "আমি গর্বিত যে দেশের স্বার্থে শত্রু নিধন করতে গিয়ে শহীদ হয়েছে আমার বাবা। শেষ গতকাল রাত ৯ টায় বাবার সঙ্গে কথা হয়েছিল। বাবা বলেছিল ড্রোন আসছে কিন্তু আক্রমণ করছে না। পাকিস্তানকে এবার রোখা উচিত।" সবশেষে ছোট্ট ভর্তিকা জানায়, বাবা মতো সেও দেশের জন্য লড়তে চায়, সেনাবাহিনীতে যোগ দিতে চায়। প্রসঙ্গত, পরিবার সূত্রে খবর,ছেলেবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল সুরেন্দ্রর। সেই মতোই নিজেকে গড়েন। পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন। শেষ ১৪ বছর ধরে বায়ুসেনায় চিকিৎসাকর্মী হিসাবে কাজ করতেন। সুরেন্দ্রর কাকা জানিয়েছে, ভাইপো ভীষণই প্রাণোচ্ছল এবং পরোপকারী ছিল। যুবসমাজকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিত। সুরেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

কান্না চাপা গলায় কী বলল শহীদ সুরেন্দ্র মোগার ছোট্ট মেয়ে

গ্রামের বাড়িতে আনা হল সুরেন্দ্রর দেহ, দেখুন ভিডিয়ো